Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

 

 
  Description: logo

 

 

 

কাঠইর ইউনিয়ন পরিষদের

পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনাঃ ২০১৭-২০২১

 

 

 

 

 

 

 

 

 

 

 কাঠইর ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর , সুনামগঞ্জ।

 

 

 

 

 

 

 

স্বত্বঃ কাঠইর ইউনিয়ন পরিষদ, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।

 

প্রকাশকালঃ ২০১৬

 

তথ্য সংগ্রহ ও পরিকল্পনা প্রণয়নেঃ  কাঠইর ইউনিয়ন পরিষদ।

 

তথ্য সংগ্রহে সহযোগিতায়ঃ

 

কারিগরি সহযোগিতায়ঃ জেলা ফ্যাসিলিটেটর, ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি), সুনামগঞ্জ।

 

কৃতজ্ঞতায়ঃ উপ পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ।

 

প্রকাশক/প্রকাশনা প্রতিষ্ঠানঃ

 

(প্রয়োজনীয় এরও তথ্যাদি অমত্মর্ভূক্ত করা যেতে পারে)

 

 

 

 

 

 

 

 

 

 

 

কারিগরি সহায়তায়ঃ

ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি), স্থানীয় সরকার বিভাগ

images.jpg

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSVTQZUayIpZSk_Ysj--jE7-iNqK-XOfFCtDJboMISDQiKJj20XOA2n2Pk

New UNCDF logo.png

UNDP_Logo-Blue w TaglineBlue-ENG (2)

 

 

                                      

Description: Photo    

 

 

 

 

 

 

   মুখবন্ধ

 

ইউনিয়ন পরিষদ অতি প্রাচীন একটি প্রতিষ্ঠান। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এ প্রতিষ্ঠানের গতিশীল কার্যক্রম অত্যমত্ম জরম্নরী।  বর্তমানের  ইউনিয়ন পরিষদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা, ইউনিয়নে বসবাসকারী মানুষের প্রয়োজনানুসারে সেবা প্রদান করা। ইউনিয়ন পরিষদ যেহেতু তৃণমূল  জনগণের নিকটস্থ একটি প্রতিষ্ঠান, সেহেতু  তাদের  প্রয়োজনমত  সেবা প্রদানে  ইউনিয়ন পরিষদের  কার্যকরী ভূমিকা রাখার  সুযোগ ও সম্ভাবনা  দু’টোই রয়েছে। কিন্তু অতিব পরিতাপের বিষয় যে, শিমুলবাঁক  ইউনিয়নের চারদিকে  নদী, হাওর,  খাল ও বিল থাকায় অত্যমত্ম দূর্গম  ইউনিয়ন হিসেবে সুনামগঞ্জের মানুষের নিকট  অতি পরিচিত। বছরের প্রায় অর্ধেক সময়ই এ ইউনিয়নের হাওরাঞ্চলসহ অন্যন্যস্থান  পানিতে নিমজ্জিত  থাকে।  ফলস্বরূপ, এখানাকার যাতায়ত ব্যবস্থা খুবই খারাপ। এ কারণেই মূলত এ অঞ্চলের জনগণ  ইউনিয়ন পরিষদসেবাসমূহ থেকে প্রায়  সময়ই বঞ্চিত হচ্ছেন। উলিস্নখিত বিষয়টিকে মাথায় রেখে এই ইউনিয়নের জনগণের সামগ্রিক উন্নয়নে জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের পেশাগত কর্মকা-- পারদর্শী  কর্মকর্তাবৃন্দ  নিবেদিত ভাবে কাজ করছেন; এই প্রচেষ্টাকে সত্যিকার অর্থে ফলপ্রসু করতেই পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের এই প্রয়াস।

 

কাঠইর ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রকাশ করতে পেরে আমি অত্যমত্ম আনন্দিত। অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সচিব ও সচেতন নাগরিকগণের পরামর্শের ভিত্তিতে এবং সার্বিক সহযোগিতায় অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ড সভার মাধ্যমে সকল শ্রেনীর জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এলাকার সমস্যাবলী, চাহিদা, প্রয়োজনীয়তা ও সম্পদ সমূহ নিরম্নপন করা হয়। ১৩টি স্ট্যান্ডিং কমিটি, অত্র ইউনিয়নে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীর সাথে মত বিনিময়ের মধ্যদিয়ে এলাকার সমস্যাবলী ও অগ্রাধিকার নিরম্নপন করে এই পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনা বইটি প্রকাশ করা হয়েছে। এ পরিকল্পনাটি অত্র ইউনিয়নের একটি যুগামত্মকারী মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই কার্যক্রমটি স্থানীয় সরকারকে আরও বেশী গতিশীল, শক্তিশালী ও জবাবদিহিতামূলক করবে এবং কর আদায় ও স্থানীয় সম্পদের ব্যবহার সুনিশ্চিত করবে। যা একটি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকান্ডকে আরও বেশী তরান্বিত করতে সাহায্য করবে বলে আমার  বিশ্বাস ।  

 

দীর্ঘমেয়াদি  এ পঞ্চবার্ষিক পরিকল্পনাটি  অত্র ইউনিয়নের জনগণের  এসডিজি ভিত্তিক একটি আদর্শ  ইউনিয়ন প্রতিষ্ঠায়  এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সÿম হবে বলে আমি মনে করি। পঞ্চবার্ষিক পরিকল্পনা বইটি তৈরিতে কারিগরি সহয়তার জন্য ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি),  সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন দপ্তর এবং বিশেষ করে স্থানীয় সরকার বিভাগ, সুনামগঞ্জের  সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পরিশেষে, কাঠইর ইউনিয়নের  নির্বাচিত প্রতিনিধি, সংশিস্নষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের  সমন্বয়ে  যে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণিত হয়েছে তা বাসত্মবায়নের মধ্যদিয়ে সমৃদ্ধ ইউনিয়ন গড়তে ইউনিয়নবাসীসহ সকলের ঐকামিত্মক সহযোগিতা কামনা করছি।

 

 মো: শামছুল ইসলাম

 চেয়ারম্যান

 কাঠইর ইউনিয়ন পরিষদ     

 সুনামগঞ্জ সদর।                                                                                                                           

 

 

 

 

 

 

 

 

 

                           

 

 

                                                   সম্পাদকের কথা

 

 

আজ যা বর্তমান, কাল তা ইতিহাস।  জীবনের  প্রতিটি ক্ষেত্রেই  মানুষ চায় সৃষ্টি হোক  নতুন  ইতিহাস,  সূচনা হোক গৌরবময় অধ্যায়ের।  প্রতিটি মানবমনের  চিরমত্মন বাসনা, সে  তার সৃষ্টিশীলকর্মের  মধ্যদিয়ে  মানুষের অমত্মরে বেঁচে থাকবে কাল থেকে কালামত্মর। আমাদের আজকের এগিয়ে  চলা সময় পেরোনোর সাথে সাথেই  সৃষ্টি হয়  আগামীদিনের  স্বপ্নবীজ বুনা। ভালখারাপ অনেককিছুর হিসেবই  আমরা গুলিয়ে ফেলি এগিয়ে চলা আপন গতিতে। হয়ত এভাবেই এগিয়ে যাব কোন এক স্বপ্নের আগামী সোপানে...।  কর্মময় জীবনে শত ব্যসত্মতা  এবং বাধাবিপত্তি থাকা সত্ত্বেও একটি সুন্দর স্বপ্নকে  বাসত্মবায়নের লÿÿ্য ঐতিহ্যবাহী শিমুলবাঁক ইউনিয়নের  পরিষদের দীর্ঘমেয়াদী  পঞ্চবার্ষিক বাজেট ও  পরিকল্পনা  প্রণয়ন করতে পেরে  নিজেকে গর্বিত মনে করছি । উলেস্নখ্য, শিমুলবাঁক  ইউনিয়ন পরিষদ নদী-নালা, হাওর-বাঁওড়, খাল-বিল কেন্দ্রিক। এ ইউনিয়নের মানুষজন বছরের অধিকাংশ সময়ই পানিবন্দী থাকেন। মোট জনসংখ্যার  প্রায়  ৯৬.০০% লোক মুসলিম। এখানকার জনগণের প্রধান পেশা কৃষি। এতদ্ব্যতীত দিনমজুর, মৎস্যজীবী, ব্যবসায়ীসহ অন্যান্য পেশায় কিছুসংখ্যক লোক জড়িত। সার্বিক দিক বিবেচনায় দেখা যায় যে, ইউনিয়নটি  যাতায়ত ব্যবস্থাসহ  শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশেন, পুষ্টি, সচেতনতা ও নারী উন্নয়নের  দিক থেকে  অনেক পিছিয়ে। তাই  অত্র ইউনিয়নের জনগণকে সম্পৃক্ত করে  কাঠইর ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে বার্ষিক বাজেট  পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়ন  করে আসছে। সেই সাথে ইউনিয়ন পরিষদ সদস্যরা  সার্বÿণিক  জনগণের পাশে থেকে  বিভিন্ন ধরণের  সেবা প্রদানসহ  জনগণের চাহিদানুযায়ী তথ্য প্রকাশ করে আসছে। ইউনিয়ন পরিষদের  উলেস্নখযোগ্য কর্মকা--র মধ্যে রয়েছে সর্বÿÿত্রে নারীদের অংশগ্রহণ, মূল্যায়ন  এবং বিভিন্ন সামাজিক কর্মকা-- নারীদের সম্পৃক্তকরণ  ইত্যাদি।

 

আশা রাখছি, পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনা বাসত্মবায়নের মধ্যদিয়ে  অত্র ইউনিয়নের  সার্বিকচিত্রের   আমূল পরিবর্তন  আনা সম্ভব হবে। সর্বোপরি, পঞ্চবার্ষিক পরিকল্পনা বইটি তৈরিতে কারিগরি সহয়তার জন্য ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি),  সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন দপ্তর এবং বিশেষ করে স্থানীয় সরকার বিভাগ, সুনামগঞ্জের  সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে, কাঠইর ইউনিয়নের  নির্বাচিত প্রতিনিধি, সংশিস্নষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের  সমন্বয়ে  যে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণিত হয়েছে তা বাসত্মবায়নের মধ্যদিয়ে সমৃদ্ধ ইউনিয়ন গড়তে ইউনিয়নবাসীসহ সকলের ঐকামিত্মক সহযোগিতা কামনা করছি।

 

 

জনাব মহিতোষ চৌধুরী

সচিব

কাঠইর ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।

 

 

 

 

 

 

 

 

 

সূচিপত্র

প্রথম অধ্যায়ঃ বাজেট ও পরিকল্পনা প্রণয়ণের প্রেÿাপট ও প্রক্রিয়া কৌশল                                         পৃষ্ঠা নং

পঞ্চ বার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ণের প্রেÿাপট                                      ................................

পঞ্চ বার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া ও কৌশল                                 ................................

 

দ্বিতীয় অধ্যায়ঃ এক নজরে .................................. ইউনিয়ন পরিষদ

ইউনিয়নের সংÿÿপ্ত ইতিহাস                                                                ................................               

ইউনিয়নের মানচিত্র/ জেলার মানচিত্রে ইউনিয়নের অবস্থান                                ................................               

ইউনিয়নের সাধারণ তথ্যাবলী                                                                   ................................

ইউনিয়নের জনমিতিক তথ্যাবলী                                                               ................................

ইউনিয়নের শিক্ষা সংক্রামত্ম তথ্যাবলী                                                         ................................

ইউনিয়নের পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থার সংক্রামত্ম তথ্যাবলী                ................................

ইউনিয়নের নিজস্ব আয়ের উৎস ও সম্পদ সংক্রামত্ম তথ্যাবলী                             ................................

এই পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনার সীমাবদ্ধতা                                            ................................

 

তৃতীয় অধ্যায়ঃ পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনা

পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রণয়নে অগ্রাধিকার প্রাপ্ত খাত/ ইস্যু সমূহ               ................................

পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রণয়নে অগ্রাধিকার প্রাপ্ত খাত/ ইস্যু সমূহ নির্বাচনের

কারণ / কমিউনিটিতে বিদ্যমান সমস্যা সমূহ                                   ................................

ক)                                                                                   ................................

খ)                                                                                    ................................

গ)                                                                                    ................................

ঘ)                                                                                    ................................

ঙ)                                                                                    ................................

অগ্রাধিকার প্রাপ্ত খাত/ ইস্যু সংশিস্নষ্ট স্থায়ী কমিটি সমূহের সুপারিশ

ক)                                                                                    ................................

খ)                                                                                                ................................

গ)                                                                                     ................................

ঘ)                                                                                     ................................

ঙ)                                                                                    ................................

খাতভিত্তিক ইস্যু এবং সংশিস্নষ্ট স্থায়ী কমিটি সমূহের খাতভিত্তিক সুপারিশকৃত

কার্যক্রমের তালিকা                                                                              ................................

 

চতুর্থ অধ্যায়ঃ অর্থ সংস্থান ও বাজেট প্রণয়ন

পূর্ববর্তী ৩ বছরের সম্পদের যোগান এবং পরবর্তী ৫ বছরের অনুমিত সম্পদেরযোগান ................................

অনুমোদিত স্কীমের তালিকা, প্রসত্মাবিত বাজেট, অর্থের উৎস এবং বাসত্মবায়নের সময়            ................................

 

পঞ্চম অধ্যায়ঃ উপসংহার

 

পরিশিষ্টঃ

  1. পরিশিষ্ট-১ঃ ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট
  2. পরিশিষ্ট-২ঃ ইউনিয়ন পরিষদের কার্যবলী (স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুসারে)
  3. পরিশিষ্ট-৩ঃ ইউনিয়ন পরিষদ আদর্শ কর তপশিল ২০১৩
  4. পরিশিষ্ট-৪ঃ ইউনিয়ন পরিষদ উন্নয়ন বিধিমালা ২০১৩
  5. পরিশিষ্ট-৫ঃ ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন বিষয়ে বিধি-বিধান সমূহ
  6. পরিশিষ্ট-৬ঃ ইউনিয়ন পরিষদের পরিকল্পনা কমিটি এবং সকল স্থায়ী কমিটি
  7. পরিশিষ্ট-৭ঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দের ছবিসহ তালিকা

 

কাঠইর ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর।

 

পঞ্চ বার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ণের প্রেÿাপটঃ  (ইউনিয়ন পরিষদসমূহ স্ব স্ব ইউনিয়নের প্রেÿাপটে লিখবেন)               

পঞ্চ বার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া কৌশলঃ (ইউনিয়ন পরিষদসমূহ স্ব স্ব ইউনিয়নের প্রেÿাপটে লিখবেন)

 

পঞ্চ বার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ণের প্রেক্ষাপটঃ বর্তমান সময়ে কার্যকরি উন্নয়ন পরিকল্পনা বলতে জন-অংশগ্রহণমূলক পরিকল্পনাকে বুঝায়। বাংলাদেশের অতীত অভিজ্ঞতায় বলা যায়, স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নেই বললেই চলে। পরিকল্পনা হলো বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মকা--র মধ্যে সেতুবন্ধন সৃষ্টি। পরিকল্পনার অন্যতম প্রধান বিষয়বস্ত্তগুলোর একটি হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার এবং অপরটি জনগণের মালিকানা সৃষ্টি। সম্পদের দক্ষ ব্যবহার এমন এক প্রবৃদ্ধিজনিত প্রক্রিয়ার জন্ম দেয় যা নিজ থেকেই বাড়তি সম্পদ সৃষ্টিতে সক্ষম হয়। আধুনিক যুগে অর্থনৈতিক নীতি বিশেষত উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন করা রাষ্ট্রীয় কর্মকা--র একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

 

খাতভিত্তিক পরিকল্পনার লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে সংশিস্নষ্ট সকল উন্নয়ন খাতকে গুরম্নত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে পশ্চিম পাগলা ইউনিয়নের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করা হয়। স্থানীয় পর্যায়ে সার্বিক উন্নয়নের লক্ষ্যে এলাকার খাতভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, চাহিদা নিরূপণ ও সমস্যা সমাধানের নিমিত্তে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজনীয়তা রয়েছে। এরূপ প্রেক্ষিতে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ স্থানীয় উন্নয়নের লক্ষ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এ পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য এবং বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হয়। উলেস্নখ্য যে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৪৭ ধারার (ঘ) উপধারায় পরিষদ উহার এখতিয়ারভূক্ত যে কোন বিষয়ে উহার তহবিলের সাথে সঙ্গতি অনুযায়ী পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রস্ত্তত ও বাসত্মবায়ন করার বিধান উলেস্নখ রয়েছে। বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বিশেষভাবে বিবেচনায় এনে স্থানীয় জনগণের চাহিদার প্রতি দৃষ্টি রেখে ইউনিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়।

                                               

পঞ্চ বার্ষিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া কৌশলঃ পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া ও কৌশল

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক (২০১৭-২০২১) পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় কতকগুলো ধাপ অনুসরণ করা হয়েছে। যার মাধ্যমে প্রথমবারের মতো একটি ইউনিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা বই প্রণয়ন করতে সক্ষম হয়েছে।

১ম ধাপঃ ইউপি’র সভার সিদ্ধামেত্মর প্রেÿÿতে ইউপির সকল সদস্য, সচিব, দক্ষ সরকারি কর্মকর্তা, অভিজ্ঞ নাগরিক, স্থায়ী কমিটির সদস্য, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে উদ্ভুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীগণ ইউনিয়নের রূপকল্প তৈরি করে অতঃপর এই রূপকল্প রূপায়নে সকলের অংশগ্রহণে তথ্য সংগ্রহ এবং ডাটাবেজ তৈরি করা হয় ;

২য় ধাপঃ ওয়ার্ড সভায় সংগৃহিত তথ্য যাচাই, চ্যালেঞ্জ চিহ্নিতকরন ও বিশেস্নষণ করে চাহিদা নিরূপন ও অগ্রাধিকার নির্ণয় করা হয় ;

৩য় ধাপঃ নির্ণিত অগ্রাধিকার স্থায়ী কমিটিতে আলোচনা করে সুপারিশ তৈরি করা হয় ;

৪র্থ ধাপঃ  সরকারি বিভিন্ন বিভাগ, এনজিও, কমিউনিটি  ভিত্তিক সংগঠন ও স্থায়ী কমিটি সদস্যদের যৌথ সভায় পর্যালোচনার মাধ্যমে সম্পদের উৎস ও অর্থপ্রবাহ পর্যালোচনা এবং নির্ণীত অগ্রাধিকার  বিশেস্নষণ করে খসড়া পরিকল্পনা ও  বাজেটের  রূপরেখা তৈরি হয় ;

৫ম ধাপঃ  খসড়া পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হয়;

৬ষ্ঠ ধাপঃ  খসড়া পরিকল্পনা ওয়ার্ড সভায় উপস্থাপন করে জনগণের মতামত গ্রহন করা হয় ;

৭ম ধাপ:উনিয়ন পরিষদের সভায় খসড়া পরিকল্পনা অনুমোদন করা হয়;

৮ম ধাপ : চুড়ামত্ম পরিকল্পনা বই আকারে  প্রকাশ করা হয়;

 

 

 

 

 

 

 

 

 

 

    

 

                                                            

১. এক নজরে কাঠইর ইউনিয়ন পরিষদ/ ইউনিয়ন পরিষদ পরিচিতি

ক) ইউনিয়ন  সীমানা      ঃ পূর্বে লক্ষণশ্রী ইউনিয়ন,পশ্চিমে শিমুলবাকঁ ইউনিয়ন, উত্তরে মোহনপুর ইউনিয়ন, দক্ষিণে জয়কলস ইউনিয়ন।

খ) আয়তন                    ঃ ১৪.৭০বর্গ কিলোমটার

গ) ভূমি                        ঃ আবাদী জমি-২,২০০একর        অনাবাদি জমি-৬০০একর     খাস জমি-৬০একর

 ঘ) জলাশয়                   ঃ হাওর-০২টি,                                বিল-০৯টি,                                    নদী-০২টি

                                  পুকুর-৩০টি,                                    ডোবা-২০০টি,                                নালা-১০টি        খাল- ৫টি

ঙ) গ্রামের সংখ্যা           ঃ ১৭টি

চ) মৌজার সংখ্যা          ঃ ৯টি

ছ) জনসংখ্যা                ঃ মোট-১৪,৫৬৫                   পুরুষ-৭১২০                      মহিলা-৭৪৩৬

জ) ভোটার সংখ্যা           ঃ ১০৩৬৪জন,                     পুরুষ-৫৫৫৪ জন,               মহিলা-৪৮১০

ঝ) খানার সংখ্যা            ঃ ৩১৮২ টি  

টেবিল-১: ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা ও ভোটার সংখ্যাঃ

ওয়ার্ড নং

গ্রামের নাম

জনসংখ্যা

ভোটার সংখ্যা

ধর্মীয় অবস্থান

পুরুষ

মহিলা

মোট

পুরুষ

মহিলা

মোট

ইসলাম

সনাতন

আদিবাসি

০১

কলাইয়া, চন্ডিটিয়র

১০৭০

১১২০

২১৯০

৮৭৮

৮১০

১৬৫৮

১৩০০

৩৫৮

০২

নারাইনপুর, কাঠইর, নারকিলা

১০০৭

৯৯৩

২০০০

৭৮৭

৭৫৩

১৫৪০

১০০২

৫৩৮

০৩

ব্রম্মণগাঁও, জগজীবনপুর

৫৮৯

৬০০

১১৮৯

৩৬২

৩১৯

৬৮৯

৬৮৯

০৪

 নোয়াগঁও, ঘোলেরগাঁও

১০৪৫

১০৫৫

২১০০

৯৮৬

৯৮৪

১৯৭০

১৯৭০

০৫

উলুতুলু, পুরান শাখাইতি

৬৪৫

৬২৯

১২৩৪

৩৯৯

৩৮৫

৭৮৪

৬০০

১৮৪

০৬

নতুন শাখাইতি

১০৫০

১০৭১

২১২১

৮১৬

৮০৫

১৬২১

১৬২১

০৭

হুচননগর

৫০০

৫০৫

১০০৫

২৭৬

২৭০

৫৪৬

৫৪৬

০৮

মাগুরা, এরালিয়া

৫২৮

৫২০

১৪৮

৫৮৩

৫৬৫

৬৪৮

৬৪৮

০৯

চুয়াপুর, তেতৈয়া

৮৩৯

৮৩০

১৬৬৯

৪৬৭

৪৪১

৯০৮

৯০৮

সর্বমোট

২৪

৭২৩৩

৭৩২৩

১৪৫৫৬

৫৫৫৪

৪৮১০

১০৩৬৪

৯২৭৭

১০৮৭

 

 টেবিল-২: ওয়ার্ড ভিত্তিক খানার সংখ্যাঃ

ওয়ার্ড নম্বর

খানার সংখ্যা (বিসত্মারিত)

ধনী

মধ্যবিত্ত

দরিদ্র

হত দরিদ্র

মোট

০১

৭০

১২০

১৮০

১৩৯

৫০৯

০২

৫০

৬০

৮৫

২৫১

৪৪৬

০৩

২০

৩২

৫০

৯৫

১৯৭

০৪

৮০

১১০

১৫০

২৫১

৫৯১

০৫

২৫

৩০

৫০

৯৯

২০৪

০৬

৭৫

১০০

১০৪

২১০

৪৮৯

০৭

২০

৩০

৫০

৮১

১৮১

০৮

৪৫

৫০

৯০

১২৮

৩১৩

০৯

২২

২৮

৭০

১৩২

২৫২

সর্ব মোট

৪০৭

৫৬০

৮২৯

১৩৮৬

৩১৮২

 

 

 

 

নোটঃ  জনসংখ্যার অবস্থার বিশ্লেষনঃ

হত- দরিদ্র্যঃ সারা বছরে ৬ মাসের মধ্যে ০৩ বেলা খেতে পায়,সঞ্চয় ২০০০টাকার উর্দ্ধে নয় (প্রত্যাহিক উপকরন মুল্য), আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডে ব্যাবহৃত উপকরনের মুল্য ৫০০০/= (পাচঁহাজার টাকা)এর বেশী নয়, অন্যের জমিতে বসবাস করে,কাজের জন্য অন্যত্র যেতে হয় বেশীর ভাগ ক্ষেত্রে ছিন্নমুল ইত্যাদি

দরিদ্র্যঃ  বছরে ০৬-১০মাস ০৩ বেলা খেতে পায়, সঞ্চয় ২০০০/= (দুইহাজার ) থেকে ১৫০০০/= (পনের হাজার) টাকার উর্দ্ধে নয় (প্রত্যাহিক উপকরন মুল্য), আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডে ব্যাবহৃত উপকরনের মুল্য ৫০০০/=- ২০০০০/= (পাচঁ হাজার টাকা,থেকে কুড়ি হাজার) এর বেশী নয়,কাজের জন্য অন্যত্র যেতে হয় ইত্যাদি

মধ্যবিত্তঃ বছরে ১২ মাসই ০৩ বেলা খেতে পায়,সঞ্চয় ৫০হাজার টাকার উর্দ্ধে নয়, আয় বৃদ্ধিমুলক কর্মকান্ডে ব্যাবহৃত উপকরনের মুল্য ৫০০০০/= (পঞ্চাশ হাজার টাকা)এর বেশী নয়, নিজের জমিতে বসবাস করে,নির্দিষ্ট আয়ের উৎস আছে,সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন ও মতামত প্রদান করেন ইত্যাদি

ধনীঃ সম্পদশালী, সমাজে নেতৃত্ব দেয়, সমাজের সকল সত্মরে অভিগম্যতা আছে ইত্যাদি

 

টেবিল-৩: পেশার ভিত্তিতে  জনমিতিক তথ্য  ছক-

ওয়ার্ড

পেশা ভিত্তিক জনসংখ্যার বর্তমান অবস্থান(নারী  ও পুরম্নষ)

মমত্মব্য

পেশাজীবি

বেকার

এলাকার বাইরে থাকে

কৃষক

মৎস্যজীবী

ব্য্সায়ী

চাকুরীজীবি

কুটিরশিল্পী

মোট

অশিক্ষিত বেকার

শিক্ষিাত বেকার

প্রবাসী

চাকুরী সূত্রে

শিক্ষা লাভের উদ্যেশ্যে

শ্রমিক হিসেবে

গৃহকর্মী হিসেবে

 

০১

১৮০

৭০

৫৫

২৫

৩৩৫

১৫০

৫০

২৫

১৫

 

০২

৪২০

১২০

৩০

১৫

৫৯২

৮০

৪০

৩০

২০

 

০৩

১৮০

৬০

২০

১২

২৭৫

১৫০

৩০

২০

১০

 

০৪

১৭৫

৭০

২৫

১৫

২৮৯

১০০

২০

১৫

 

০৫

১৩০

৪০

১৫

১০

১৯৬

৪০

১০

১২

 

০৬

২৫০

১৬৭

৫৫

৪২

১০

৫২৪

১৬০

৫৩

১২৫

১৫

৯০

২০

 

০৭

১২০

৪০

২০

১৫

১৯৯

৬০

১৫

২০

 

০৮

১৮০

৮০

২৫

১০

২৯৮

৫০

১৫

৩০

১০

১২

 

০৯

১৭৫

৬৫

৪০

১৫

৩০০

৮০

৩০

২৫

১২

 

মোট

১৮১০

৭১২

২৮৫

১৩৯

৪২

২৯৮৮

৮৭০

২৬৩

২৭৭

৫২

১৮০

৭০

 

 

টেবিল-৪: সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতাভোগী উপকারভোগীর তথ্য ছকঃ-

 

 

ওয়ার্ড

ভাতাভোগীদের সংখ্যা

বয়স্কভাতা

বিধবা

ভাতা

প্রতিবন্ধীভাতা

মুক্তিযোদ্ধা ভাতা

মাতত্ব ভাতা

ভিজিডি

১০ টাকা কেজি চাউল

ভিজিএফ

৪০

দিন কর্মসূচী

আরইএমপি-র রাসত্মা সংস্কারে ভাতাভোগী

০১

২৮

১৮

১২

১২০

১৪৯

১৮

 

০২

৩০

১৮

১০

১৪৩

২০০

০৩

৩২

১৮

১১

৯৯

২০৭

১৮

০৪

২৯

১৯

২২

১০০

২২৪

১৭

০৫

২৭

১৭

১০

১৩৭

১০০

১৮

০৬

২৯

১৬

১৫

১৩৭

১০০

০৭

২৭

১৭

১০

১১৫

১৫০

১৮

০৮

২৯

১৯

১০

১১২

১২০

১৮

০৯

২৪

১৮

১০

১৫৭

১০৭

মোটঃ

২৫৮

১৬০

৪৫

৫৫

১১০

১১২০

১৩৫৫

    ১০৭

১০

 

 

 

 

 

ঞ) ভৌত অবকাঠামোঃ কাঁচা বাড়ি-১,৮০০টি  আধাপাকা বাড়ি-৯০০টি,     পাকাবাড়ি-৪৮২টি     কাঁচা রাসত্মা-১৫কিঃ মিঃ,                                    পাকা রাসত্মা-২০কিঃ মিঃ,                              মসজিদ-২২টি, মন্দির-৩টি,       কবরস্থান-২০টি,

      হাটবাজার-৪টি,                   ব্রীজ-২০টি,                কালভার্ট-২০টি, 

ট) শিক্ষা প্রতিষ্ঠান   ঃ প্রাথমিক বিদ্যালয়-১২টি,              সরকারী-১২টি,                           বেসরকারী- ১

                          মধ্যমিক বিদ্যালয়-১টি,                  কলেজ-০,                    মাদ্রাসা-৩টি,                                                                  

টেবিল-৫: ওয়ার্ড ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠনের সংখ্যাঃ

 

ওয়ার্ড

শিক্ষা প্রতিষ্ঠনের সংখ্যা

প্রাথমিক বিদ্যালয়

মধ্যমিক বিদ্যালয়

কলেজ

মাদ্রাসা

অন্যান্য

 

সরকারী

বেসরকারী

মোট

সরকারী

বেসরকারী

মোট

সরকারী

বেসরকারী

মোট

দাখিল

এবতাদিয়া

মোট

 

০১

 

০২

 

০৩

 

০৪

 

০৫

 

০৬

 

০৭

 

০৮

 

০৯

 

মোটঃ

১২

১৩

 

 

টেবিল-৬: শিক্ষার সার্বিক তথ্যঃ-

ওয়ার্ড

সাক্ষরতার হার%

প্রাথমিক বিদ্যালয়

মাধ্যমিক বিদ্যালয়

পুরম্নষ

নারী

মোট

বিদ্যালয়ে ভর্তির হার %

ঝরে পরার

হার

ঝরে পড়ার কারণ

বিদ্যালয়ে ভর্তির হার %

ঝরে পরার হার

ঝরে পড়ার কারন

০১

৭৮

৭২

৭৫

১০০

১৩

যোগাযোগ,দারিদ্রতা

৯০

১৪

যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার

০২

৭২

৬৬

৬৯

১০০

১৭

যোগাযোগ,দারিদ্রতা

৯০

১২

যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার

০৩

৬৮

৭১

৬৯

১০০

২০

যোগাযোগ,দারিদ্রতা

৮৫

১৫

যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার

০৪

৭৫

৭১

৭৩

১০০

১২

যোগাযোগ,দারিদ্রতা

৮০

২০

যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার

০৫

৭৯

৭৬

৭৭

১০০

১১

যোগাযোগ,দারিদ্রতা

৮৪

১৬

যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার

০৬

৮৬

৭৪

৮০

১০০

১১

যোগাযোগ,দারিদ্রতা

৮৫

১৫

যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার

০৭

৮২

৭৬

৭৯

১০০

১৫

যোগাযোগ,দারিদ্রতা

৯০

১৩

যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার

০৮

৮২

৭৩

৭৭

১০০

১৮

যোগাযোগ,দারিদ্রতা

৮০

২০

যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার

০৯

৮৫

৭৪

৭৯

১০০

১৭

যোগাযোগ,দারিদ্রতা

৮৫

১৫

যোগাযোগ,দারিদ্রতা,কুসংস্কার

মোট

৭৮

৭২

৭৫

১০০

১৪

৮৫

১৫

ঝ) স্বাস্থ্যকেন্দ্র       ঃ- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-০টি,  কমিউনিটি ক্লিনিক-৩টি,          

টেবিল-৭: ইউপি-র পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থার তথ্যঃ-                                           

ওয়ার্ড

স্বাস্থ্য-সম্মত পায়খানা ব্যবহার কারীর সংখ্যা (খানা)

পানির উৎসের সংখ্যা

কসাই খানা

ডাস্টবিন

ড্রেন

ল্যাট্রিন স্বাস্থ্য-সম্মত

অস্বাস্থ্যকর

ঝুলমত্ম

খোলা জায়গায়

মলত্যাগ করে

মোট

গভীর নলকূপ

অগভীর নলকূপ

তারা পাম্প

মোট

০১

৮৭

৩৫৭

১০

৪৬১

৬৭

০০

৬৯

০০

০০

০০

০২

১৩৯

৩৯৭

১৫

১১

৫৬২

৪৪

০০

৪৫

০০

০০

০০

০৩

১২৭

৪৭০

২০

১৩

৬৩০

৯২

০০

৯৩

০০

০০

০০

০৪

৮২

৩৬০

১৫

১৯

৪৭৬

৩৫

০০

৩৬

০০

০০

০০

০৫

৬৭

৩৪৮

৩০

২৩

৪৬৮

৯২

০০

৯৩

০০

০০

০০

০৬

১১৭

৫৬৮

৩২

২৮

৭৪৫

৩০

০০

৩৪

০০

০০

০০

০৭

১১১

৪৮০

২৩

১৭

৬৩১

৫২

০০

৫৪

০০

০০

০০

০৮

৬১

৬৮৩

১৭

১৫

৭৭৬

১৩৩

০০

১৩৫

০০

০০

০০

০৯

৬৭

৩২২

২৯

১৯

৪৩৭

৫০

০০

৫১

০০

০০

০০

মোট

৮৫৮

৩৯৮৫

১৯১

১৫২

৫১৮৬

১৫

৫৪৫

০০

 

০০

০০

০০

ঞ) ঐতিহাসিক স্থাপনাঃ নাই

ট) নলকূপ ব্যবহার করে সুপেয় পানি পানকারী পরিবারের সংখ্যা        ঃ ৪৫০টি (---%)

ঠ) স্যানিটেশনের হার           ঃ ৬০%

ড) ব্যবসা প্রতিষ্টান  ঃ ১৩০টি

 

টেবিল-৮: ইউপি-র নিজস্ব আয়ের উৎস ও সম্পদ  বিষয়ক তথ্যঃ-

ওয়ার্ড

মোট বাজার

ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা

ইউপি কর প্রদানকারীর সংখ্যা

মহিলা মালিকাধীন ব্যাবসা প্রতিষ্ঠানের সংখ্যা

হাট বাজারের  নাম

মুদি দোকান

টি স্টল

মাছের আড়ৎ

চাতাল

ব্যাবসায়ী সংখ্যা

খানার সংখ্যা

মুদি

টি স্টল

অন্যান্য

 

০১

১০

৫০৯

 

০২

২০

৪৪৬

কাঠইর বাজার

০৩

১৯৭

 

০৪

৩০

১০

৫৯১

 নোয়াগাঁও, ঘোলেরগাঁও বাজার

০৫

২০৪

 

০৬

১৮

৪৮৯

 

০৭

১৮১

 

০৮

৩০

৩১৩

শ্রীমতি বাজার

০৯

২৫২

 

মোট

১২৮

৪১

৩১৮২

 

পঞ্চবার্ষিকী পরিকল্পনার খতি ভিত্তিক  ইস্যু /বিষয় সমুহঃ- কাঠইর ইউনিয়ন পরিষদ তার লÿ্য ও উদ্দেশ্য বাসত্মবায়ন করার জন্য  পাঁচ বছর মেয়াদী কয়েকটি সমস্যা চিহ্নিত করেছে। এই ইস্যু বা সমস্যাগুলো স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয়, তাই এই ইস্যু সমাধানের জন্য প্রয়োজন পঞ্চবার্ষিক  পরিকল্পনা।  কাঠইর ইউনিয়নের প্রধান ইস্যু/ বিষয় সমুহ ও ইস্যু/বিষয়  চিহ্নিতকরণ  নিমণরম্নপঃ-

 

১. ২০২১ সালের মধ্যে ইউনিয়নের ৮০% যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে আমত্মঃযোগাযোগ বৃদ্ধি পাবে।

  1. সনের মধ্যে ইউনিয়নের ১০০% শিশুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গমনের মাধ্যমে শিÿার মান উন্নয়ন হবে।

৩.২০২১ সালের মধ্যে.১০০% মানুষ নিরাপদ পানি পান করবে ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের উন্নয়ন হবে।

৪.২০২১সালের মধ্যে ৯০% কৃষক উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার নিশ্চিতকরনের মাধ্যমে কৃষি, সেচ ব্যবস্থার এবং অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক কাজে সম্মৃদ্ধি আসবে।

৫.২০২১  সালের মধ্যে ৯০% মৎস্য, পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক কাজে সম্মৃদ্ধি আসবে।

৬.২০২১ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে শিÿÿত ও অশিÿÿত বেকার পুরম্নষ এবং ৮০ ভাগ দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে আয় বৃদ্ধি পাবে ও কাজের সুযোগ পাবে ।

 

কমিউনিটিতে বিদ্যমান সমস্যা / ইস্যু চিহ্নিতকরনের কারণঃ-  

  1. অনুন্নত যোগাযোগ ব্যবস্থাঃ- কাঠইর ইউনিয়নটি হাওর বেষ্টিত।  এ ইউনিয়নের ১৫ কিঃ মিঃ কাচাঁ রাসত্মা এবং ২০ কিঃমি পাকা রাসত্মা রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় শুকনা মৌসুমে যাতায়াত খুবই কষ্টকর। তাছাড়াও বর্ষা মৌসুমে সময়মত নৌকা না পেলে যাতায়াতের অনেক সমস্যা হয় । কাচাঁ রাসত্মায় অনেক কাঁদা থাকায় জনগনের অনেক ভুগামিত্ম হয়। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রাদি কেনা বেচা ও এলাকায় আনা নেওয়া খুবই কষ্টকর। একদিকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ও অন্যদিকে সময় বেশী লাগার কারনে এখানকার জনগন উন্নয়ন থেকে অনেক পিছিয়ে পড়ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার জানা সত্বেও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারনে ইউনিয়ন থেকে তা বাসত্মবায়ন করা সম্ভব হচ্ছে না। ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাতায়াতের সুবিধা ভাল না থাকার জন্য শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। লেখাপড়া ছেড়ে বাধ্য হয়ে অন্য জায়গায় স্থানামত্মরিত হয়ে অন্য নিমণ পেশার সাথে সম্পৃক্ত হচ্ছে। এলাকার জনসাধারন অসুস্থ  হয়ে পড়লে দ্রম্নত উপজেলা হাসপাতালে বা স্থানীয় বাজারে সুচিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়ছে তাই এই সমস্যাটিকে ইউনিয়নবাসী  পঞ্চবার্ষিকী  পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে চিহ্নিত করেছে।

 

 

  1. শিক্ষিতের হার কমঃ- কাঠইর ইউনিয়নের জনগন বিভিন্ন সামাজিক সমস্যা অপেক্ষা করে বসবাস করছে। এর মধ্যে একটি প্রধান সমস্যা স্বল্প শিক্ষার হার । এ ইউনিয়নে শিÿার হার মাত্র ২৪%। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ,সামাজিক অসচেতনতা, দ্রারিদ্রতা,শিশু শ্রম ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অনউন্নয়নের ফলে শিÿা ব্যবস্থার অবস্থা খুব নাজুক পর্যায়ে আছে। তাছাড়া কিাঠইর ইউনিয়নে মাত্র ১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সকল গ্রাম থেকে  দুরত্বের কারনে ছাত্র-ছাত্রিরা স্কুলে যেতে পারছেনা।  তাই প্রাথমিক শিÿার পরই অনেক ছাত্র-ছাত্রি ঝরে পরছে। শিÿা ব্যাবস্থার বাসত্মব চিত্র কৌশলগত পরিকল্পনা গ্রহনের জন্য অবস্থা বিশেস্নষন জরিপ থেকেও ইউপি বুঝতে পারে। শিÿাই জাতির মেরম্নদন্ড অথচ ইউনিয়নে শত চেষ্টা করেও শিÿার উন্নয়ন সাধিত হচ্ছে না। উপযুক্ত শিক্ষার মান বৃদ্ধি না পাওয়ায় অপসংস্কৃতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ,সামাজিক হানাহানী, স্বাস্থ্য ও পুষ্টিহীনতা, শিশুশ্রম ইত্যাদি সামাজিক সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপরোক্ত বিষয় চিমত্মা করে পঞ্চবার্ষিকী  পরিকল্পনা গ্রহনের জন্য  শিÿাকে দ্বিতীয় ইস্যু হিসাবে ইউনিয়ন চিহ্নিত করে।

 

  1.  পানি সরবরাহ পয়ঃ নিস্কাশন ও বর্জ্য-ব্যবস্থাপনাঃ-হাওর ও নদী বেষ্টীত কাঠইর ইউনিয়ন বাসীর অগ্রযাত্রায় আরেকটি বড় সমস্যা স্যানিটেশন। ইউনিয়নের সার্বিক জরিপে দেখা যায় ৬০% জনগন স্যানিটেশন ব্যবহার করে। খোলা জায়গায় পায়খানা করার ফলে ডায়রিয়া,আমাশয়,কলেরা সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছে। প্রতি বছর অনেক শিশু ডায়রিয়া,আমাশয়,কলেরায় ভুগে মৃত্যুবরন করছে। সচেতনতা ও দারিদ্রতার কারনে সৃষ্ট সমস্যাটা ইউনিয়ন পরিষদ মনে করে যে খুব সহজে দুর করা সম্ভব না যার জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন। কাঠইর ইউনিয়নের একটি বড় সমস্যা মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি হীনতা। এই ইউনিয়নে সকল শিশু এখনো টিকার আওতায় আসেনি। শিÿার অভাব,স্বাস্থ্য সচেতনতার অভাব,কুসংস্কার,বহু বিবাহ ও দারিদ্রতার কারনে এখানকার মা ও শিশুরা চরমভাবে স্বাস্থ্যহীনতায় ভুগছে। অকালেই ঝরে যাচ্ছে অনেক মা ও নবজাতক শিশুসহ অন্যান্য শিশুরা। উপযুক্ত স্বাস্থ্য ও পুষ্টি পরামর্শ এবং সরকারি বেসরকারি সেবা প্রাপ্তি ও ইউপির এই বিষয়ে সঠিক পরিকল্পনা না থাকার কারনে জনগন র্দীঘ দিন যাবৎ এই সমস্যা লালন করছে। স্বাস্থ্য ও পুষ্টিহীনতার কারনে অনেক শিশু পঙ্গুত্ব,অন্ধত্ব,শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হয়ে বেড়ে উঠছে। তাছাড়া কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হচ্ছে।

 

  1.  অনুন্নত  কৃষি ও সেচ ব্যবস্থাপনাঃ- যুগ যুগ ধরে ইউনিয়নবাসী কৃষি কাজের উপর নির্ভরশীল হলে ও কৃষি উৎপাদন ও আধুনিকায়নে সফল হতে পারেনি। উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রশিÿÿত কৃষক না হওয়ার কারনে কৃষি কাজে জনগন অনেক পিছিয়ে আছে। ইউনিয়নের মোট জনসংখার শতকরা ৮০% জনগন কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নয়ন ছাড়া ইউনিয়নের উন্নয়ন সম্ভব না তাই ইউনিয়ন পরিষদ মনে করে যে কৃষিকাজে জরগনদেরকে সমৃদ্ধি আনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন। শিমুলবাঁক ইউনিয়নের একটি বড় সমস্যা দুর্যোগ। ইউনিয়নে আগাম বন্যায় ফসল ভাসিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে বসতবাড়ী তলিয়ে যায়। এছাড়া খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারনে ইউনিয়নের জনগনকে দুর্ভোগে পড়তে হয়। ফলে কৃষকেরা ফসল ফলাতে পারেনা। তারা আগাম বন্যা বিষয়ে অসচেতন। সেকারনে ইউনিয়নের মানুষেরা আয় হতে বঞ্চিত। তাই দুর্যোগ প্রবণতা হ্রাস বিষয়ক প্রশিক্ষন ও সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দুর্যোগ হতে রÿা পাওয়ার বিষয়টি অতি গুরম্নত্বপুর্ন । তাই ইউনিয়ন পরিষদ মনে করে যে দুর্যোগ মোকাবেলার মাধ্যমে ইউনিয়নের সমৃদ্ধি আনার জন্য পঞ্চবার্ষিকী  পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন।

 

  1. অনুন্নত  মৎস্য, পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন মূলক কাজ এর ব্যবস্থাপনাঃ- দীর্ঘ বছরের পর বছর পাড়ী দেওয়া সময়ের দিকে অবলোকন করলে আমরা দেখতে পাই যে,  ইউনিয়নবাসী কৃষি কাজের সাথে সাথে মৎস্য পেশা   উপর নির্ভরশীল হলে ও এখানকার হাওড় ও নদীগুলো যদিও একসময় প্রচুর মাছের উৎপাদন ÿÿত্র ছিল প্রাকৃতিকভাবে, কিন্তু বর্তমানে অবিচারে ও কোন মাছ চাষ না করে মাছ ধরার ফলে  উৎপাদন ও আধুনিকায়নে সফল হতে পারেনি। উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রশিÿÿত মৎস্যজীবি না হওয়ার কারনে মৎস্য উৎপাদনের কাজে জনগন অনেক পিছিয়ে আছে। ইউনিয়নের মোট জনসংখার শতকরা ৮০% জনগন কৃষির উপর নির্ভরশীল। কৃষির উন্নয়ন ছাড়া ইউনিয়নের উন্নয়ন সম্ভব না তাই ইউনিয়ন পরিষদ মনে করে যে কৃষিকাজে জরগনদেরকে সমৃদ্ধি আনার জন্য পঞ্চবার্ষিকী  পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন।

 

  1. অদক্ষ মানবসম্পদঃ-ইউনিয়ন পরিষদ মনে করে যে ইউনিয়নের স্বপ্ন বাসত্মবায়ন করতে হলে, দÿ জনশক্তি প্রয়োজন,  দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য প্রয়োজন পর্যাপ্ত কারিগরী প্রশিÿণ, পুরম্নষের পাশাপাশি নারীদের জন্যও কারিগরী শিক্ষার প্রয়োজন। এর ফলে দারিদ্রতা হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। নারী অধিকার ও নারী জাগরন দরকার। নারীরা যখন পুরুষদের পাশাপাশি উন্নয়ন কাজে অংশীদার হবে তখনই দারিদ্রতা বিমোচন সম্ভব। কাঠইর ইউনিয়নের প্রেÿাপটে দেখা যায় সমাজে ও পরিবারে নারীরা প্রতিষ্ঠিত না বিভিন্ন ভাবে তারা সমাজে ও পরিবারে নির্যাতিত হচ্ছে। নারীদের কর্মসংস্থানের সুযোগ কম থাকায় তারা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারছে না। তাই ইউনিয়ন পরিষদ মনে করে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও শিশু কল্যাণের জন্য  পঞ্চবার্ষিকী  পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন।

 

     সর্বোপরি কাঠইর ইউনিয়ন পরিষদের জনগন শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, জন সচেতনতা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগের অভাবে

  এখানকার জনগন যুগোপযোগী ও টেকসই উন্নয়নের ছোঁয়া থেকে এখনও অনেকটা পিছিয়ে। বিগত কয়েক বছরে ইউনিয়নে বিশুদ্ধ পানি ও

  যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নয়ন হলে ও আর কিছু মৌলিক চাহিদা পুরনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা বা দীর্ঘ মেয়াদি কৌশলগত  

  পরিকল্পনা। তার ধারাবাহিকতায় কাঠইর ইউনিয়ন পরিষদ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যমত্ম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহন করে।

 

গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সুপারিশমালাঃ-

০১। শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশমালা নিমণরুপ -যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শিÿার গুরম্নত্ব দিতে হবে। কারণ অত্র ইউপি-র  বর্তমান শিক্ষার হার-২৪%, তা থেকে উন্নীত করে আগামী পাঁচ বছরে ইউপি-র শিক্ষার হার-১০০% ভাগে উন্নীত করতে হবে। সেজন্য বিভিন্ন শিক্ষার উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করতে হবে, অভিভাবকদের সচেতন করতে হবে, স্কুলের শিÿকদের নিয়ে ছয় মাস অমত্মর অমত্মর সভা করতে হবে, শিশুদের মধ্যে ইউপি-র পক্ষ হতে শিক্ষা সহায়ক ও উৎসাহ প্রদানমূলক প্রকল্প গ্রহণ করতে হবে। বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ, বিদ্যালয়ের চালা বা বেড়া (যদি পাকা ঘর না হয়) মেরামত করা, বিদ্যালয়ের বোর্ড, কলম, ডাস্টার ইত্যাদি সরবরাহ, বিদ্যালয়ে যাওয়ার রাসত্মা/কালভার্ট মেরামত, বিদ্যালয় গমনোপযোগী শিশুরা যদি শিশু শ্রমে নিয়োজিত থাকে তাদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে কাবিখা, কাবিটা, জিআর ইত্যাদি কর্মসূচির অমত্মর্ভুক্ত করা স্কুলের শিশুদের নিরাপদ পানি সরবরাহের জন্য নলকূপ স্থাপন, মেয়ে শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে অভিভাবকদেরকে উদ্বুদ্ধকরণ যা ওয়ার্ড সভার মাধ্যমে করা যেতে পারে, প্রতিবন্ধীদের শিÿা উপকরণ সরবরাহ, ওয়ার্ডভিত্তিক পাঠাগার স্থাপন ও বিভিন্ন প্রকার বই সরবরাহ সংবাদপত্র/ম্যাগাজিন সরবরাহ করা, বাল্যবিবাহের কূফল ও ইভটিজিং বা যৌন হয়রানি প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ ।  জনসংখ্যা বৃদ্ধির হার বেশী তাই, জন্ম-নিয়ন্ত্রণ এর ব্যাপারে পদÿÿপ গ্রহণ করতে হবে, মাতৃ মৃত্যু, ও শিশু মৃত্যু হার রোধে পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের আরও সক্রিয় করতে হবে এবং ইউপি-র পÿ হতে সচেতনতা মূলক কার্যাবলী গ্রহণ করতে হবে, যেমন- ধাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কমিউনিটি ক্লিনিক মেরামত/যন্ত্রপাতি সরবরাহ, বিনামূল্যে ঔষধ সরবরাহ, চÿু শিবির পরিচালনা, হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার রাসত্মা/কালভার্ট মেরামত, ইপিআই কার্যক্রমে অংশগ্রহণের জন্য জনগণকে উদ্বুদ্ধকরণ ও প্রচারণা, জলাশয় পরিষ্কার অভিযান, পয়ঃনিষ্কাশন ও জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন কার্যক্রম পরিচালনা, পরিবার পরিকল্পনা বিষয়ে উদ্বুদ্ধকরণ, প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা গ্রহণে সহায়তা প্রদান করা ইত্যাদি আর এই বিষয়গুলোর প্রতি গুরম্নত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী  পরিকল্পনা  গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।

০২। কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক স্থায়ী কমিটি সুপারিশমালা নিমণরম্নপঃ--যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষি, মৎস্য, প্রাণি-সম্পদ বিষয় অত্যমত্ম গুরম্নত্বপূর্ণ। এলাকার কৃষকগণ কৃষি উৎপাদনে যেসকল বিষয়ে অসুবিধার সম্মুখীন হন, উন্নত কৃষি বীজ সরবরাহ, গভীর/অগভীর নলকূপ স্থাপন ও রÿণাবেক্ষণ, সেচ সুবিধার জন্য ড্রেন নির্মাণ, পানি প্রবাহের জন্য কালভার্ট নির্মাণ, বেড়ীবাঁধ নির্মাণ, নতুন কৃষি পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধকরণ, বৃÿরোপন কর্মসূচি গ্রহণ, কৃষি জমির জলাবদ্ধতা দূরীকরণ, জৈব সারের ব্যবহার বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণতার জন্য ইউপি পর্যায় থেকে জোরালো পদক্ষেপ গ্রহন করতে হবে।  একটি তালিকা তৈরি করতে হবে। উক্ত তালিকার ভিত্তিতে সমস্যা সমাধানের লÿÿ্য প্রয়োজনীয় স্কীম/প্রকল্প গ্রহণ করতে হবে। অপরদিকে মৎস্য সম্পদ বাড়ানো এবং প্রাণি সম্পদের সম্প্রসারণের লÿÿ্য যে সকল সমস্যার মোকাবেলা করতে হয়, যেমন-নতুন মৎস্য পোনা সরবরাহ এর অভাব, মাছ চাষের জন্য মাছের খাদ্য সরবরাহ এর অভাব, হাওড়, বিল ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য চাষ এর বাধা দূর করে চাষের সুযোগ সৃষ্টি করা, গবাদিপশু ও হাস-মুরগী পালনের জন্য যাতে জনগণ উৎসাহিত হয় তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং গবাদিপশু ও হাঁস-মুরগী যাতে  বিভিন্ন রোগে আক্রামত্ম হয়ে মারা না যায় তার জন্য  ইউপি-র পক্ষ হতে সচেতনতা মূলক ও উন্নয়ন মূলক কার্যাবলী গ্রহণ করতে হবে। আর এই বিষয়গুলোর প্রতি গুরম্নত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী  পরিকল্পনা  গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।

 

০৩। স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশন বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশমালা নিমণরম্নপঃ- যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে নিরাপদ সুপেয় পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন এর লÿÿ্য যেসকল বিষয়ে অসুবিধার সম্মুখীন হয়, সেসব বিষয়গুলোর প্রতিগুরম্নত্বারোপ করা  প্রয়োজন, গভীর ও অগভীর নলকূপ স্থাপন, রিং সরবরাহ (স্বাস্থ্যসম্মত  পায়খানার জন্য), নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষাকরণ, নলকূপের গোড়া পাকা করা, ড্রেনেজ নির্মাণ ও সংস্কার , নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণ ইত্যাদি ইউপি-র পÿ হতে সচেতনতা মূলক ও উন্নয়ন মূলক কার্যাবলী গ্রহণ করতে হবে। আর এই বিষয়গুলোর প্রতি গুরম্নত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী  পরিকল্পনা  গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।

 

০৪। পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রÿণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশমালাঃ-যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে অবকাঠামো (রাসত্মা/কালভার্ট) উন্নয়ন সংক্রামত্ম প্রকল্পের বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে, যেমন-বিদ্যালয়/মহাবিদ্যালয় /মাদ্রাসার সাথে সংযোগ স্থাপন, স্বাস্থ্য কেন্দ্রে গমন, বাজারে/শহরে গমন, জলাবদ্ধতা নিরসন, মসজিদ এবং মন্দির, অন্যান্য উপাসনালয়ে গমন, সরকারি অফিসে বা স্থানীয় সরকার পরিষদে গমন ইত্যাদি অবকাঠামোগত উন্নয়ন যদি উপরোক্ত পঞ্চবার্ষিকীর  লÿÿ্যর সাথে সংগতিপূর্ণ হয় তাহলে ইউনিয়নের দারিদ্র্য বিমোচন হবে ও উন্নয়ন  ঘটবে এবং যোগাযোগ এর ÿÿত্রে বিপস্নব সাধিত হবে। আর এই বিষয়গুলোর প্রতি গুরম্নত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী  পরিকল্পনা  গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।

 

০৫। পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ক স্থায়ী কমিটির  সুপারিশমালাঃ-যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে পরিবেশ উন্নয়ন ও সংরÿনের ÿÿত্রে যেসব বিষয়গুলোর প্রতি  প্রাধান্য দেওয়া দরকার তা হলো- বৃক্ষ রোপণ, বৃক্ষ নিধন এর ক্ষতিকর দিক তুলে ধরা, পরিবেশের ক্ষতির প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, জৈব-সার প্রয়োগ ও মাটির উর্বরতা বিষয়ক কৃষক  প্রশিক্ষণ,  বিভিন্ন দাতা সংস্থা  (যেমন-হিলিপ, কেয়ার, জাইকা, পাউবো) বা সরকারিভাবে  খাল-বিল, নালা ড্রেজিং করা ইত্যাদি।  আর এই বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী  পরিকল্পনা  গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।

 

০৬। সমাজকল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশমালাঃ--যেহেতু অত্র ইউপি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করছে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সমাজকল্যাণের ÿÿত্রে বয়স্কাভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বভাতা , ভিজিডি/ভিজিএফ, কৃষক তালিকা, মৎস্যজীবী তালিকা তৈরী ও  কার্ডধারী নির্বাচনের ÿÿত্রে উন্মুক্ত ওয়ার্ড সভায় আলোচনার মাধ্যমে এসব তালিকা তৈরী করা এবং তা ইউডিসিসি সভায় উপস্থাপনের মাধ্যমে চূড়ামত্ম করা তাহলে তা একই ব্যক্তির/পরিবারের নাম দুবার আসবে না এবং সরকারী/বেসরকারী সুযোগ সুবিধা প্রদানের ÿÿত্রে সঠিক ভাবে দেওয়া সম্ভব হবে এবং কোন ওভারল্যাপিং না থাকায় তা ইউপি-র পঞ্চবার্ষিকীর পরিকল্পনার অনবদ্য ভূমিকা রাখতে পারবে এবং  দূর্যোগ মোকাবেলার ÿÿত্রে যে ধরণের কাজের প্রতি গুরম্নত্ব দেয়া প্রয়োজন তা  হলো-বন্যার সময় ছোট ডিঙ্গি নৌকা সরবরাহ ,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন সরবরাহ , দূর্যোগের সময় আশ্রয়কেন্দ্রের যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা এবং সচেতনতামূলক প্রচারণা চালানো, ÿুদ্র ব্যবসায়ী ও কৃষকদের ক্ষুুদ্র ঋণের ব্যবস্থা করা ইত্যাদি।  আর এই বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করলেই , যে উদ্দেশ্য নিয়ে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী  পরিকল্পনা  গ্রহণ করেছে তা ফলপ্রসূ হবে।

 খাতভিত্তিক ইস্যু এবং ওয়ার্ড সভা হতে প্রাপ্ত চাহিদার আলোকে সংশ্লিষ্ট স্থায়ী কমিটি সমূহের খাতভিত্তিক সুপারিশকৃত কার্যক্রমের তালিকা

 

(ক) শিক্ষা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটিঃ-

ক্রমিক

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

মমত্মব্য

জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ।

 

কাঠইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ।

 

কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কÿ মেরামত।

 

চন্ডিটিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনা মাটি ভরাট।

 

নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঘোলেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

উলুতুলু  সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত, রাস গবিন্দ উচ্চ বিদ্যালয় উন্নয়ন।

 

নতুন শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কমন রম্নমের বাথরম্নম নির্মান।                                                                             

 

হুচননগর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ।             

 

বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরন।

৮-৯

 

১০

বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এসোলার প্যানেল স্থাপন ও ল্যাপটপ কম্পিউটার সরবরাহ।

১,২,৮

 

১১

শাখাইতি মাদ্রাসা ও মহিলা মাদ্রাসা উন্নয়ন প্রকল্প

৫,৬

 

১২

শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে প্রতিটি ওয়া©র্ড সচেতনতামূলক সভা করা।

১-৯

 

 

(খ) স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাষণ বিষয়ক স্থায়ী কমিটিঃ-

ক্রমিক

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

মমত্মব্য

১নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টি নলকূপ জনস্বার্থে স্থাপন।

 

২নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টি নলকূপ জনস্বার্থে স্থাপন।

 

৩নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টি নলকূপ জনস্বার্থে স্থাপন।

 

৪নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টি নলকূপ জনস্বার্থে স্থাপন।

 

৫নং ওয়ার্ডের বিভিনণ হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টি নলকূপ জনস্বার্থে স্থাপন।

 

৬নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ২০টি নলকূপ জনস্বার্থে স্থাপন।

 

৭নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টি নলকূপ জনস্বার্থে স্থাপন।

 

৮নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০টি নলকূপ জনস্বার্থে স্থাপন।

 

৯নং ওয়ার্ডের বিভিন্ন হাটিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ১৫টি নলকূপ জনস্বার্থে স্থাপন।

 

১০

১নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ২০০ সেট স্যানেটারী রিং সস্ন্যাব সরবরাহ।

 

১১

২নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং সস্ন্যাব সরবরাহ।

 

১২

৩নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং সস্ন্যাব সরবরাহ।

 

১৩

৪নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং সস্ন্যাব সরবরাহ।

 

১৪

৫নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০০ সেট স্যানেটারী রিং সস্ন্যাব সরবরাহ।

 

১৫

৬নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৬০০ সেট স্যানেটারী রিং সস্ন্যাব সরবরাহ।

 

১৬

৭নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৪০০ সেট স্যানেটারী রিং সস্ন্যাব সরবরাহ।

 

১৭

৮নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং সস্ন্যাব সরবরাহ।

 

১৮

৯নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে ৩০০ সেট স্যানেটারী রিং সস্ন্যাব সরবরাহ।

 

 

১৯

প্রতিটি ওয়া©র্ড স্যানিটেশন বিষয়ে সচেতনতামূলক সভা করা ।

১-৯

 

 

(গ) পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরÿণ ও বৃÿরোপন বিষয়ক স্থায়ী কমিটিঃ-

ক্রমিক

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

মমত্মব্য

০১

কলাইয়া স্কুল হইতে গ্রামের দক্ষিণ প্রান্ত রাসত্মা পর্যমত্ম বক্ষরোপন

০১

 

০২

কাঠইর বাজার হইতে নারাইনপুর প্রাথমিক বিদ্যালয় রাসত্মা পর্যমত্ম বৃক্ষরোপন

০২

 

০৩

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃÿরোপনের উপর সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।

১ থেকে ৯

 

০৪

ইউনিয়নের বৃক্ষমেলার আয়োজন করা।

 

০৫

ইউনিয়নের বিভিন্ন রাস্থায় রোপিত বৃক্ষের পরিচর্যাকরণ।

১ থেকে ৯

 

০৬

ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ।

১ থেকে ৯

 

০৭

নতুন শাখাইত হইতে  শ্রীমতি বাজার রাসত্মা পর্যমত্ম বৃক্ষরোপন

৬,৮

 

০৮

হুছন নগর গ্রামের রাস্তায় বৃক্ষরোপন

 

০৯

শ্রীমতি বাজার রাসত্মা হইতে চুয়াপুর স্কুল পর্যমত্ম বৃক্ষরোপন

৮,৯

 

 

(ঘ) কৃষি, মৎস্য, পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ বিষয়ক স্থায়ী কমিটিঃ-

ক্রমিক

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

মমত্মব্য

০১

শিরকা নদী খনন প্রকল্প  

৫-৭

 

০২

শাখাইতি গ্রামের  বিল খনন

 

 

(ঙ) পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরÿণ এবং রÿণাবেÿণ ইত্যাদি বিষয়ক স্থায়ী কমিটিঃ-

ক্রমিক

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

মমত্মব্য

০১

কলাইয়া হইতে কাঠইরের রাসত্মায় মাটি ভরাট

০১

 

০২

চন্ডিটিয়র মেইন সড়ক হইতে গ্রামের উত্তর মাথা পর্যমত্ম রাসত্মায় মাটি ভরাট।

০১

 

০৩

আহসান মারা ব্রিজের মোড়া হইতে জগজীবনপুর দক্ষিণ প্রান্ত পর্যমত্ম রাসত্মায় সিসি ঢালাই।

০৩

 

০৪

কাঠইর ডিসিসিআর রোড হইতে নদীর পাড় দিয়া দক্ষিণ মূখী  রাসত্মায় সিসি ঢালাই।

০২

 

০৫

নোয়াগাঁও ডিসিসিআর রোড হইতে গ্রামের ভিতর পর্যমত্ম রাসত্মায় মাটি ভরাট।

০৪

 

০৬

ঘোলেরগাঁও গ্রামের ভিতরের রাসত্মায় মাটি ভরাট ও সিসি ঢালাই।

০৪

 

০৭

উলুতুলু গুরুস্থানের রাস্তায় সিসি ঢালাই।

০৫

 

০৮

পুরান শাখাইতি গ্রামের সম্মূখে নদীর পাড়ের রাস্তা মাটি ভরাট ও সিসি ঢালাই।

০৫

 

০৯

নতুন শাখাইতি গ্রামের বিভিন্ন রাস্তা সিসি ঢালাই ও কালভার্ট স্থাপন।

০৬

 

১০

নতুন শাখাইতি গ্রামের সম্মূখে হাওয়রের রাস্তা মাটি ভারট ও বিভিন্ন ভাঙ্গায় কালভার্ট স্থাপন

০৬

 

১১

হুচননগর চন হাটি রাস্তা মাটি ভরাট ও সিসি ঢালাই।  

০৭

 

১২

শ্রীমতি বাজার হইতে মাগুরা দক্ষিণ প্রান্ত পর্যন্ত রাস্তা সিসি পাকা করন।  

০৮

 

১৩

শ্রীমতি বাজার হইতে মাগুরা উত্তর প্রান্ত পর্যন্ত রাস্তা সিসি পাকা করন ও মাটি ভরাট। 

০৮

 

১৪

শ্রীমতি বাজার হইতে চুয়াপুর দক্ষিণ প্রান্ত পর্যন্ত রাস্তা সিসি পাকা করন ও মাটি ভরাট

০৯

 

 

 

 

 

 

 

 

 

 (চ) সমাজকল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটিঃ-

ক্রমিক

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

মমত্মব্য

০১

মাতৃত্ব ভাতাভোগী মহিলাদের প্রশিÿণের ব্যবস্থাকরণ।

১ থেকে ৯

 

০২

ইউনিয়নে যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা

১ থেকে ৯

 

০৩

যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা মঞ্চায়ন।

১ থেকে ৯

 

০৪

ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সমাজ কল্যাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ।

১ থেকে ৯

 

০৫

দুর্যোগসেচ্ছাসেবক দল গঠন করা ।

১ থেকে ৯

 

০৬

দূর্যোগ বিষয়ে উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে উদ্ভোদ্ধকরণ।

১ থেকে ৯

 

০৭

আগাম বন্যা বিষয়ে জনগনকে সচেতন করা ।

 

 

০৮

দুর্যোগের সময় হতদরিদ্র পরিবারে নৌকা সরবরাহ করা।

১ থেকে ৯

 

 

৪। অগ্রাধিকারভিত্তিক চাহিদা এবং সুপারিশকৃত স্কিমের তালিকা (২-৩) পৃষ্টা)

 

ক্রম

ওয়ার্ড

প্রকল্প/স্কিম  এর নাম

আনুমানিক প্রাক্কলিত ব্যয়

( টাকা)

অর্থের

সম্ভাব্য

উৎস্য

বাসত্মবায়নের সময়

(অর্থ বছর)

উন্নয়ন বিধি অনুসারে খাত

কলাইয়া গ্রামের ভিতরের রাসত্মায় মাটি ভরাট ও সিসি পাকা করন।

৩,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

চন্ডিটিয়র মেইন রাস্তা হইতে গ্রামের উত্তর মাথা পর্যমত্ম রাসত্মায় মাটি ভরাট ও সিসি পাকা করন।

২,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

কাঠইর মেইন রাস্তা হইতে দক্ষিণ মুখী রাসত্মায় সিসি ঢালাই।

১,৫০,০০০/-

 

২০১৬-২০১৭

 

নারাইনপুর হইতে নারকিলা পর্যমত্ম রাসত্মায় মাটি ভরাট ও বিভিন্ন ভাঙ্গায় খালভার্ট।

৩,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

জগজীবনপুর আহসান মারা হইতে জগজীবনপুর গ্রামের দক্ষিণ মুখী রাস্তা মাটি ভরাট ও সিসি পাকা করন।

৩,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

নোয়াগাঁও ও ঘোলেরগাঁও রাস্তা মাটি ভরাট ও সিসি পাকা করন।  

৩,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

পুরান শাখাইতি গ্রামের নদীর পাড়ের রাস্তা মাটি ভরাট।

২,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

নতুন শাখাইতি গ্রামের দক্ষিণের হাওয়রের রাসত্মায় মাটি ভরাট

৩,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

বেতকোনা গ্রামের রাসত্মায় মাটি ভরাট

২,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

১০

নতুন শাখাইতি গ্রামের বিভিন্ন রাস্তায় সিসি পাকা করন।

২,২০,০০০/-

 

২০১৬-২০১৭

 

১১

হুচননগর গ্রামের রাসত্মায় মাটি ভরাট সিসি পাকা করন।

২,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

১২

শ্রীমতি বাজার হইতে মাগুরা গ্রামের উত্তর মূখী রাসত্মায় মাটি ভরাট

১,৪০,০০০/-

 

২০১৬-২০১৭

 

১৩

শ্রীমতি বাজার হইতে চুয়াপুর গ্রামের দক্ষিণ মাথা পর্যন্ত রাসত্মায় মাটি ভরাটও সিসি পাকা করন

২,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

১৪

১-৯

১-৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ১৫টি নলকূপ স্থাপন

৭,৫০,০০০/-

 

২০১৬-২০১৭

 

১৫

১-৯

কাঠইর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে স্যানিটারী ল্যাট্রিন স্থাপন

৯,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

১৬

১-৯

কাঠইর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিতরণ

৩,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

১৭

১-৯

কাঠইর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্টান উন্নয়ন

৫,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

১৮

১-৯

কাঠইর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে মানব সম্পদ উন্ন্য়ন কল্পে বিভিন্ন প্রশিক্ষণ কর্ম শালা

২,০০,০০০/-

 

২০১৬-২০১৭

 

 

 

 

(অর্থ বছর ভিত্তিক অগ্রধিকার প্রাপ্ত  এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা)

যেমন ২০১৭-২০১৮  অর্থ বছরের অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা

ক্রম

ওয়ার্ড

প্রকল্প/স্কিম  এর নাম

আনুমানিক প্রাক্কলিত ব্যয়

( টাকা)

অর্থের

সম্ভাব্য

উৎস্য

বাসত্মবায়নের সময়

উন্নয়ন বিধি অনুসারে খাত

কলাই গ্রামের ভিতরের রাসত্মায় মাটি ভরাট ও সিসি পাকা করণ।  

১,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

কাঠইর গ্রামের ভিতরের রাসত্মায় মাটি ভরাট ও সিসি পাকা করণ। 

২,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

জগজীবনপুর গ্রামের মেম্বারের বাড়ির রাসত্মায় মাটি ভরাট ও সিসি পাকা।  

২,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

ঘোলেরগাঁও হইতে নারকিলা মূখী রাস্তায় মাটি ভরাট ও বিভিন্ন ভাঙ্গায় কালভার্ট স্থাপন

২,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

ঘোলেরগাঁও হইতে নোয়াগাঁও কান্দাগাঁও  মূখী রাস্তায় মাটি ভরাট ও সিসি পাকা ।

৩০,০০০/-

 

২০১৭-২০১৮

 

পুরান শাখাইতি গ্র মের রাসত্মায় মাটি ভরাট ও সিসি পাকা করন।

১,৫০,০০০/-

 

২০১৭-২০১৮

 

বেতকোনা রাস্তায় সিসি পাকা। 

২,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

শ্রীমতি বাজার কমিউনিটি ক্লিনিক এর উন্নয়ন

৫০,০০০/-

 

২০১৭-২০১৮

 

নতুন শাখাইতি  গ্রামের ভিতরের রাস্তায় সিসি পাকা করন।

১,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১০

হুছননগর চন হাটির রাসত্মা পাকা করন ও কালভার্ট স্থাপন

১,৫০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১১

শ্রীমতি বাজার হইতে শাখাইতি চেয়ারম্যামের বাড়ি মূখী রাসত্মা নির্মাণ

২,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১২

চুয়াপুর স্কুলের রাসত্মায় মাটি ভরাট ও সিসি ঢালাই।

১,৪০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১৩

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন

৫,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১৪

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে স্যানেটারী ল্যাট্রিন স্থাপন

৩,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১৫

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে মন্দির ও মসজিদ উন্নয়ন

৩,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১৬

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ২০টি নলকূপ স্থাপন

১০,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১৭

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের রাস্তায় বৃক্ষ রোপন

২,৫০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১৮

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্র ছাত্রীদের মধ্যে পোষাক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ

৩,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

১৯

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে মানব সম্পদ উন্নয়ন কল্পে বিভিন্ন কর্ম শালা প্রনয়ন।

২,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

২০

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে স্থাস্থ্য সচেতনতা সভা

১,০০,০০০/-

 

২০১৭-২০১৮

 

 

 

 

 

 

(অর্থ বছর ভিত্তিক অগ্রধিকার প্রাপ্ত  এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা)

যেমন ২০১৮-২০১৯  অর্থ বছরের অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা

ক্রম

ওয়ার্ড

প্রকল্প/স্কিম  এর নাম

আনুমানিক প্রাক্কলিত ব্যয়

( টাকা)

অর্থের

সম্ভাব্য

উৎস্য

বাসত্মবায়নের সময়

উন্নয়ন বিধি অনুসারে খাত

কলাইয়া খেয়া ঘাট হইতে হিন্দু হাটির রাস্তা মাটিভরাট ও সিসি পাকা

২,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

নারাইনপুর গ্রামের বিভিন্ন রাস্তায় সিসি পাকা করন

২,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

চন্ডিটিয়র গ্রামের ভিতরের রাস্তায় সিসি পাকা করন

১,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

জগজীবনপুর মসজিদ এর  রাস্তায় সিসি পাকা করন

১,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

নোয়াগাঁও হাওয়রের রাসত্মা উন্নয়ন

৩,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

উলুতুল গুরুস্থানের রাস্তা  সিসি পাকা করন

১,৫০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

৬নং ওয়া©র্ড হাওয়রের রাস্থায় মাটি ভরাট ও কালভার্ট স্থাপন

২,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

হুচননগর স্কুলের  রাস্তা  সিসি পাকা করন

১,৫০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

মাগুরা হাওয়র মূখী রাস্থা মাটি ভরাট।

২,৫০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

১০

তেতৈয়া গ্রামের সম্মূখী রাস্থা মাটি ভরাট ও সিসি পাকা করন

২,২০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

১১

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন

৫,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

১২

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে স্যানেটারী ল্যাট্রিন স্থাপন

৩,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

১৩

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে মন্দির ও মসজিদ উন্নয়ন

৩,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

১৪

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ২০টি নলকূপ স্থাপন

১০,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

১৫

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের রাস্তায় বৃক্ষ রোপন

২,৫০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

১৬

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্র ছাত্রীদের মধ্যে পোষাক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ

৩,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

১৭

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে মানব সম্পদ উন্নয়ন কল্পে বিভিন্ন কর্ম শালা প্রনয়ন।

২,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

১৮

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে স্থাস্থ্য সচেতনতা সভা

১,০০,০০০/-

 

২০১৮-২০১৯ অর্থ বছর

 

 

 

 

 

 

 

(অর্থ বছর ভিত্তিক অগ্রধিকার প্রাপ্ত  এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা)

যেমন ২০১৯-২০২০  অর্থ বছরের অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা

ক্রম

ওয়ার্ড

প্রকল্প/স্কিম  এর নাম

আনুমানিক প্রাক্কলিত ব্যয়

( টাকা)

অর্থের

সম্ভাব্য

উৎস্য

বাসত্মবায়নের সময়

উন্নয়ন বিধি অনুসারে খাত

কলাইয়া নদীর পাড়ের রাসত্মায় সিসি ঢালাই ও হিন্দু হাটির রাস্তায় ১টি কালর্ভাট

২,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

কাঠইর স্কুলের রাস্তায় সিসি পাকা

১,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

নারকিলা যামিনী দাশের বাড়ির রাস্থা উন্নয়ন

১,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

ব্রাম্মণগাঁও রাস্থা মাটি ভরাট ও সিসি পাকা

১,৫০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

নোয়াগাঁও প্রাইমারী স্কুলের রাস্তা সিসি পাকা

১,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

নতুন শাখাইতি মেম্বারের বাড়ির রাস্থায় সিসি পাকা

১,৫০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

হুচননগর চন হাটির রাস্থায় উন্নয়ন

২,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

১,২,৮

১,২,৮ নং ওয়ার্ডে কমিনিটি ক্লিনিকে আসবাবপত্র সরবরাহ

৩,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

এরালিয়া চুয়াপুর রাস্থা উন্নয়ন

২,৫০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

১০

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন

৫,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

১১

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে স্যানেটারী ল্যাট্রিন স্থাপন

৩,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

১২

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে মন্দির ও মসজিদ উন্নয়ন

৩,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

১৩

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ২০টি নলকূপ স্থাপন

১০,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

১৪

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের রাস্তায় বৃক্ষ রোপন

২,৫০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

১৫

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্র ছাত্রীদের মধ্যে পোষাক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ

৩,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

১৬

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে মানব সম্পদ উন্নয়ন কল্পে বিভিন্ন কর্ম শালা প্রনয়ন।

২,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

১৭

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে স্থাস্থ্য সচেতনতা সভা

১,০০,০০০/-

 

২০১৯-২০২০ অর্থ বছর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(অর্থ বছর ভিত্তিক অগ্রধিকার প্রাপ্ত  এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা)

যেমন ২০২০-২০২১  অর্থ বছরের অগ্রধিকার প্রাপ্ত এবং সুপারিশকৃত প্রকল্প তালিকা

ক্রম

ওয়ার্ড

প্রকল্প/স্কিম  এর নাম

আনুমানিক প্রাক্কলিত ব্যয়

( টাকা)

অর্থের

সম্ভাব্য

উৎস্য

বাসত্মবায়নের সময়

উন্নয়ন বিধি অনুসারে খাত

কলাইয়া নদীর পাড়ের রাসত্মায় হইতে মন্দির পযর্ন্ত রাস্তায়  মাটি ভরাট  

২,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

কাঠইর সেতু বাবুর রাস্তায় সিসি পাকা

১,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

জগজীবনপুর তৈয়ব আলী মেম্বারের বাড়ির রাস্থা উন্নয়ন

১,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

কান্দাগাঁও গ্রামের রাস্থা মাটি ভরাট ও সিসি পাকা

১,৫০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

পুরান শাখাইতি উচ্চ বিদ্যায়ের রাস্তা সিসি পাকা ও মাটি ভরাট

১,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

নতুন শাখাইতি আলী আহমদ সাহেবের বাড়ির রাস্থায় সিসি পাকা

১,৫০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

হুচননগর দক্ষিণ হাটির রাস্থায় উন্নয়ন

২,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

মাগুরা স্কুল ও মসজিদের রাস্তা উন্নয়ন

৩,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

চুয়াপুর গ্রামে দক্ষিণ প্রান্ত হইতে স্কুল পর্যন্ত রাস্থা মাটি ভরাট ও সিসি পাকা করন

২,৫০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

১০

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন

৫,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

১১

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে স্যানেটারী ল্যাট্রিন স্থাপন

৩,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

১২

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে মন্দির ও মসজিদ উন্নয়ন

৩,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

১৩

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ২০টি নলকূপ স্থাপন

১০,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

১৪

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের রাস্তায় বৃক্ষ রোপন

২,৫০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

১৫

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্র ছাত্রীদের মধ্যে পোষাক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ

৩,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

১৬

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে মানব সম্পদ উন্নয়ন কল্পে বিভিন্ন কর্ম শালা প্রনয়ন।

২,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

১৭

১-৯

১-৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে স্থাস্থ্য সচেতনতা সভা

১,০০,০০০/-

 

২০২০-২০২১ অর্থ বছর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৫। পূর্বের ৩ বৎসরের সম্পদের যোগান এবং পরবর্তী ৫ বৎসরের অনুমতি সম্পদের যোগান(১-২ পৃষ্টা)

পূর্ববর্তী ৩ বছরে প্রাপ্ত সম্পদের বিবরণ

ক্রমিক

সম্পদ প্রাপ্তীর খাত/ প্রকল্প 

কার্যালয়/ সংস্থা / বিভাগ/ মন্ত্রণালয়

অর্থ বছর

মমত্মব্য

২০১৩-২০১৪

২০১৪-২০১৫

২০১৫-২০১৬

কাবিখা

উপজেলা পরিষদ

৩,৫৮,০২৯/-

৫,৩৫,০০০/-

৭,৫০,৭৮৯/-

 

কাবিটা

উপজেলা পরিষদ

১,১০,৪২১/-

০০

১,৮০,৮৯০/-

 

টিআর

উপজেলা পরিষদ

২,২০,০০০/-

২,৪০,০০০/-

২,৭৫,৩৩৩/-

 

কর্মসৃজন

উপজেলা পরিষদ

৬,৬০,০০০/-

৭,০০,০০০/-

৮,২৮,০০০/-

 

 

এডিপি

উপজেলা পরিষদ

৬,১৭,০০০/-

৭,১১,০০০/-

৮,১০,০০০/-

 

এলজিএসপি-২

স্থানীয় সরকার বিভাগ

৪,২০,০৮২/-

৬,৬৮,৮৪৫/-

৮,১০,২৬০/-

 

ইউপিজিপি

স্থানীয় সরকার বিভাগ

০০

০০

০০

 

শরিক

হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন

০০

০০

০০

 

স্থাবর সম্পত্তি হসত্মামত্মর ১%

উপজেলা পরিষদ

১,২৩,০০০/-

১,৪০,৩০০/-

২,১২,২৫০/-

 

অন্যান্য

 

২৯,০০০/-

৭৩,০০০/-

১,০৫,০০০/-

 

 

মোট

 

২৫৩৭৫৩২/-

৩০৬৮১৪৫/-

৩৯৭২৫২২/-

 

 

পরবর্তী ৫ বছরে সম্ভাব্য/অনুমিত সম্পদের যোগান  

ক্রমিক

সম্পদ প্রাপ্তীর খাত/ প্রকল্প 

কার্যালয়/ সংস্থা / বিভাগ/ মন্ত্রণালয়

অর্থ বছর

মমত্মব্য

২০১৬-২০১৭

২০১৭-২০১৮

২০১৮-২০১৯

২০২০-২০২১

২০২১-২০২২

কাবিখা

উপজেলা পরিষদ

৬০০,০০০/-

৮,০০,০০০/-

১০০,০০০/-

১২০,০০০/-

১৪,০০,০০০/-

 

কাবিটা

উপজেলা পরিষদ

২,৫০,০০০/-

৩,৫০,০০০/-

৪,৫০,০০০/-

৮,০০,০০০/-

১০,০০,০০০/-

 

টিআর

উপজেলা পরিষদ

৬,০০,০০০/-

৭,০০,০০০/-

৮,০০,০০০/-

৯,০০,০০০/-

১০,০০,০০০/-

 

কর্মসৃজন

উপজেলা পরিষদ

৮,২৮,০০০/-

৯,০০,০০০/-

১০,০০,০০০/-

১২,০০,০০০/-

১৪,০০,০০০/-

 

 

এডিপি

উপজেলা পরিষদ

৫,৫০,০০০/-

৮,০০,০০০/-

১০,০০,০০০/-

১২,০০,০০০/-

১৪,০০,০০০/-

 

 

এলজিএসপি-২

স্থানীয় সরকার বিভাগ

৯,৫০,০০০/-

১১,৫০,০০০/-

১৩,৫০,০০০/-

১৫,০০,০০০/-

১৮,০০,০০০/-

 

 

ইউপিজিপি

স্থানীয় সরকার বিভাগ

৩,৮০,০০০/-

৪,০০,০০০/-

৫,০০,০০০/-

৬,০০,০০০/-

৭,০০,০০০/-

 

১০

শরিক

হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন

০০

০০

০০

০০

০০

 

১১

স্থাবর সম্পত্তি হসত্মামত্মর ১%

উপজেলা পরিষদ

৩,৬০,০০০/-

৪,৫০,০০০/-

৫,০০,০০০/-

৬,০০,০০০/-

৭,০০,০০০/-

 

১২

অন্যান্য

 

২,৪০,০০০/-

৩,০০,০০০/-

৩,৫০,০০০/-

৪,০০,০০০/-

৫,০০,০০০/-

 

১৩

মোট

 

৪৭৫৮০০০/-

৫৮৫০৩০০/-

৬০৫০০০০/-

৭৩২০০০০/-

৯৯০০০০০/-

 

 

 

 

 

পঞ্চম অধ্যায়ঃ উপসংহার

(প্রত্যেক ইউপি নিজ নিজ পঞ্চবার্ষিক বাজেট ও পরিকল্পনা বইয়ের উপসংহার লিখবে।)

 

পরিশিষ্টঃ

  1. পরিশিষ্ট-১ঃ ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট (ইউনিয়ন পরিষদ তৈরি করবে।)
  2. পরিশিষ্ট-২ঃ ইউনিয়ন পরিষদের কার্যবলী (স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুসারে)
  3. পরিশিষ্ট-৩ঃ ইউনিয়ন পরিষদ আদর্শ কর তপশিল ২০১৩
  4. পরিশিষ্ট-৪ঃ ইউনিয়ন পরিষদ উন্নয়ন বিধিমালা ২০১৩
  5. পরিশিষ্ট-৫ঃ ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন বিষয়ে বিধি-বিধান সমূহ
  6. পরিশিষ্ট-৬ঃ ইউনিয়ন পরিষদের পরিকল্পনা কমিটি এবং নকল স্থায়ী কমিটি
  7. পরিশিষ্ট-৭ঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দের ছবিসহ তালিকা

(পরিশিষ্ট-১, ৬ এবং ৭ ইউনিয়ন পরিষদ তৈরি করবে। পরিশিষ্ট-২, ৩, ৪, ৫ ইউপিজিপি প্রকল্প হতে সরবারহ করা হবে।)

 

পরিশিষ্ট-১

কাঠইর ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।

বার্ষিক বাজেট, অর্থ বৎসর-২০১৬-২০১৭ খ্রিঃ

এলজিডি আইডি-৬৯০৮৯৭৮

খাতের নাম

অনুমোধিত বাজেট ২০১৬-২০১৭ খ্রিঃ

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট (টাকা) অর্থ বছর

২০১৫-২০১৬খ্রিঃ

পূর্ববর্তী অর্থবছরের প্রকৃত (টাকা) অর্থবছর

২০১৪-২০১৫

নিজস্ব  তহবিল

অন্যান্য তহবিল

মোট

প্রারম্ভিক জের:

 

 

 

 

 

হাতে নগদ

 

 

 

 

 

ব্যাংক জমা

২,০০০/-

১০,০০০/-

১২,০০০/-

২৮৭০০/-

২০০০/-

মোট প্রারম্ভিক জের

 

 

 

 

 

প্রাপ্তি:

 

 

 

 

 

কর আদায়

১,৮০,০০০/-

-

১,৮০,০০০/-                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

১,৫০,০০০/-

২০,০০০/-

পরিষদ কর্তৃক লাইসেন্স ও পারমিট ফিস

৫০,০০০/-

-

৫০,০০০/-

৫,০০০/-

--

ইজারা বাবদ প্রাপ্তি

১,০০,০০০/-

-

১,০০,০০০/-

৮০,০০০০/-

২০,০০০/-

অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স ফিস

২০,০০০/-

-

২০,০০০/-

 

 

সম্পত্তি থেকে আয়

-

-

-

-

--

সংস্থাপন কাজে সরকারি অনুদান

-

৬৫,৯,৭৪৪/-

৬৫,৯,৭৪৪/-

৫,০০,০০০/-

৫,০০,০০০/-

স্থাবর সম্পত্তি হসত্মামত্মর ১%অর্থ

 

৩,০০,০০০/-

৩,০০,০০০/-

২,৯৫,০০০/-

১,২০,০০০/-

সরকারি সুত্রে অনুদান

 

 

 

 

 

সরকারি থোক বরাদ্দ

-

১২,০০,০০০/-

১২,০০,০০০/-

৮,০০,০০০/-

৫,০০,০০০/-

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসুত্রে প্রাপ্তি

-

৩০,০০,০০০/-

৩০,০০,০০০/-

২৯,৫০,০০০/-

১২,০০,০০০/-

অন্যান্য প্রাপ্তি

৩০,০০০/

২২,০০,০০০/

২২,৩০,০০০/-

১৯,২০,০০০/-

২৫,৩২,০০০/-

মোট প্রাপ্তি

৩,৮২,০০০/-

৯১,৫৯,৭৪৪/-

৯৫,৪১,৭৪৪/-

৬৫,৪৩,১৮০/-

৪৭,৭৯,০০০/-

ব্যয়:

 

 

 

 

 

সংস্থাপন ব্যয়:

 

 

 

 

 

চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী

 

২,০০,০০০/-

২,০০,০০০/-

২,০০,০০০/-

১,৫০,০০০/-

কর্মচারী কর্মকর্তাদের বেতন,ভাতা

 

৪,৫৯,৭৪৪/-

৪,৫৯,৭৪৪/-

৩,০০,০০০/-

২,৫০,০০০/-

কর আদায় বাবদ ব্যয়

২০,০০০/-

-

২০,০০০/-

১০,০০০/-

৫,০০০/-

প্রিন্টিং এবং স্টেশনারী

১,০০,০০০/-

-

১,০০,০০০/-

১,০০,০০০/-

২০,০০০/-

ডাক ও তার

 

 

 

-

 

বিদ্যুৎ বিল

৩০,০০০/-

 

৩০,০০০/-

২০,০০০/-

১০,০০০/-

অফিস রক্ষণাবেক্ষণ

১,০০,০০০/-

৩,০০,০০০/-

৪,০০,০০০/-

১,০০,০০০/-

৫০,০০০/-

অন্যান্য ব্যয়

১,৩০,০০০/-

 

১,৩০,০০০/-

 

 

উন্নয়নমূলক ব্যয়:

 

 

 

 

 

কৃষি প্রকল্প

 

১৫,০০,০০০/-

১৫,০০,০০০/-

১০,০০,০০০/-

৮,০০,০০০/-

স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন

 

২০,০০,০০০/-

২০,০০,০০০/-

১০,০০,০০০/-

৫,০০,০০০/-

রাসত্মা নির্মাণ ও মেরামত

 

২০,০০,০০০/-

২০,০০,০০০/-

১৫,০০,০০০/-

১০,০০,০০০/-

গৃহনির্মাণ ও মেরামত

 

৮, ০০,০০০/-

৮,০০০,০০০/-

১০,০০,০০০/-

৭,০০,০০০/-

শিÿা কর্মসূচী

 

১৫,০০,০০০/-

১৫,০০,০০০/-

৭,০০,০০০/-

৮,০০,০০০/-

সেচ ও খাল

 

৩,০০,০০০/-

৩, ০০,০০০/-

৫,০০,০০০/-

৩,০০,০০০/---

অন্যান্য

 

৫০,০০০/-

৫০,০০০/-

৫০,০০০/

১০,০০,০০০/-

মোট ব্যয়:

৩,৮০,০০০/-

৯১,০৯,৭৪৪/-

৯৪,৮৯,৭৪৪/-

৬৪,৬০,০০০/-

৪৬,৮৫,০০০/-

সমাপনী জের:

২০০০/-

৫০,০০০/-

৫২,০০০/-

৮৩,১৮০/-

৯৪,০০০/-

 

পরিশিষ্ট-২

ইউনিয়ন পরিষদের প্রধান কার্যাবলীঃ

(ক) প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি;

(খ) জনশৃঙ্খলা রক্ষা;

(গ) জনকল্যাণমূলক কার্য সম্পর্কিত সেবা; এবং

(ঘ) স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও  বাসত্মবায়ন  । - ৪৭। (১)

ইউনিয়ন পরিষদের কার্যাবলিঃ

। পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি।

২। পলস্ন­ী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।

৩। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত

৪। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাসত্মবায়ন ।

৫। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

৬। মহামারী নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

৭। কর, ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়।

৮। পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন।

৯। খেলাধুলা, সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রম প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান।

১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

১১। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

১২। জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।

১৩। সরকারি স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।

১৪। ইউনিয়ন পরিষদের রাসত্মায় ও সরকারি স্থানে বাতি জ্বালানো।

১৫। বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।

১৬। কবরস্থান, শ্মশান, জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।

১৭। জনপথ, রাজপথ ও সরকারি স্থানে অনধিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারণ বন্ধ করা।

১৮। জনপথ ও রাজপথের ক্ষতি, বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।

১৯। গোবর ও রাসত্মার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।

২০। অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।

২১। মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ।

২২। ইউনিয়নে নতুন বাড়ি, দালান নির্মাণ ও পুনঃনির্মাণ এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রণ।

২৩। কূয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ।

২৪। খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা।

২৫। খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশু গোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৬। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৭। আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৮। আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

২৯। আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।

৩০। অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহণ ও সরকারকে সার্বক্ষণিক সহায়তা প্রদান।

৩১। বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সাহায্য করা।

৩২। সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন ও উৎসাহ প্রদান।

৩৩। বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ।

৩৪। গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।

৩৫। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।

৩৬। ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

৩৭। ই-গভর্ণেন্স চালু ও উৎসাহিতকরণ।

৩৮। ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।

৩৯। সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলি।

 

পরিশিষ্ট-৩

ইউনিয়নের আদর্শ কর তপশিল, ২০১২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়

স্থানীয় সরকার বিভাগ

প্রজ্ঞাপন

তারিখ ১৯ আশ্বিন,১৪১৯ বঙ্গাব্দ/০৪/১০/২০১২ খ্রীস্টাব্দ

এস আর ও নং ৩৩৯-আইন-২০১২।- যেহেতু স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, (২০০৯ এবং ২০০৯ সনের ৬১ নং আইন) এর ধারা ৬৬ এ সরকার কর্তৃক প্রাক প্রকাশনার মাধ্যমে ইউনিয়ন পরিষদের জন্য আদর্শ কর তফসিল প্রণয়নের বিধান রহিয়াছে;

 সেহেতু সরকার, সংশিস্নষ্ট সকলের জ্ঞাতার্থে, ইউনিয়ন পরিষদের জন্য নিমণরম্নপ আদর্শ কর তফসিল প্রাক প্রকাশ করিল, এবং ইহা সম্পর্কে কোন ব্যাক্তির কোন আপত্তি বা পরামর্শ থাকিলে, উহা এই প্রজ্ঞাপন সরকারি  গেজেটে প্রকাশিত হইবার তিন মাসের মধ্যে লিখিত ভাবে নিমণস্বাÿরকারী বরাবর প্রেরণ করিতে পারিবেন, যথা:-

১। শিরোনাম ও প্রয়োগ।-(১) এই কর তফসিল ‘ ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল, ২০১২’’ নামে অভিহিত হইবে।

                             (২) ইহা দেশের সকল ইউনিয়ন পরিষদের জন্য প্রযোজ্য হইবে।

২। সংজ্ঞা।-বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই তফসিলে-

     (ক) ‘‘আইন’’ অর্থ স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ ( ২০০৯ সনের ৬১ নং আইন)

     (খ) ‘‘ইমারত’’ অর্থ আইনের ধারা ২(৪) এ সংজ্ঞায়িত ইমারত;

     (গ) ‘‘ পরিষদ’’ অর্থ আইনের ধারা ২(৩১) এ সংজ্ঞায়িত পরিষদ।

৩। ইমারত বা ভূমির উপর কর।- কোন পরিষদের এলাকা ভূক্ত কোন ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের শতকরা ৭ টাকার অধিক হারে কর আরোপ করা যাইবে না।

৪। ইমারত নির্মাণ ও পূনঃনির্মাণের উপর কর।-(১) নিমণবর্নিত টেবিলের কলাম ২ এ উলেস্নখিত ইমারত নির্মাণ বা পূনঃনির্মাণের ÿÿত্রে কলাম ৩ এ উলেস্নখিত হারের অধিক হারে কর আরোপ করা যাইবে না, যথাঃ-

                                                                 টেবিল

ক্রমিক নং

ইমারতের বিবরণ

শতকরা করের হার (টাকা)

(ক) বসবাস বা ধর্মীয় উদ্দেশ্য ব্যাতীত অন্য যেকোন উদ্দেশ্যেঅস্থায়ী কাঠামো

২০.০০

 

(খ) বসবাসের উদ্দেশ্যে এবং পাঁচ হাজার টাকার অধিক মূল্য বিশিষ্ট কাঁচাঘর

২৫.০০

 

(গ) বসবাসের উদ্দেশ্যে ব্যাতীত প্রতিটি কাঁচাঘর

৩০.০০

 

(ঘ) আধাপাকা ইমারতের জন্য

 

 

  1.  মেঝের পরিমান ১ হইতে ১২০০ বর্গফুট পর্যমত্ম

৫০.০০

 

     (আ) মেঝের পরিমান ১২০১ হইতে ১৫০০ বর্গফুট পর্যমত্ম

৭৫.০০

 

  1. মেঝের পরিমান ১৫০১  বর্গফুটের উর্ধ্বে‘

১৫০.০০

 

(ঙ) পাকা ইমারতের জন্য

 

 

(অ) মেঝের পরিমান ১ হইতে ১০০০ বর্গফুট পর্যমত্ম

১৫০.০০

 

     (আ) মেঝের পরিমান ১০০১ হইতে ১৫০০ বর্গফুট পর্যমত্ম

২৫০.০০

 

  1. মেঝের পরিমান ১৫০১ হইতে ২০০০ বর্গফুট পর্যমত্ম

৩০০.০০

 

  1. মেঝের পরিমান ২০০০  বর্গফুটের উর্ধ্বে

৪৫০

প্রাকৃতিক দূযোর্গে ক্ষেতিগ্রসত্ম ইমারত পূনঃনির্মাণের ক্ষেত্রে কর আরোপ করা যাইবে না।

ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহ্যত কোন ইমারত নির্মাণ বা পূনঃনির্মাণের ÿÿত্রে কর আরোপ করা যাইবে না।

ভিটে মাটির উপর কর।- ভিটেমাটির উপর করের হার ইমারত ও ভূমির মূল্যের শতকরা ৩ (তিন) ভাগের অধিক হইবে না।

ব্যবসা বৃত্তি বা পেশার উপর কর।- পরিষদ এলাকায় পরিচালিত নিমণবর্ণিত টেবিলের কলাম ২ এ উলেস্নখিত ব্যবসা, বৃত্তি, পেশা বা  শিল্প প্রতিষ্ঠানের উপর কলাম ৩ এ উলেস্নখিত হারের অধিক হারে কর আরোপ করা যাইবে না, যথাঃ-

টেবিল

ক্রমিক নং

ব্যবসা, বৃত্তি, পেশা বা  শিল্প প্রতিষ্ঠানের শ্রেণী

সর্বোচ্চ বাৎসরিক করের পরিমান (টাকা)

 

(ক) গুদাম (লিমিটেড কোম্পানী ব্যাতীত)ঃ

 

 

  1. মূলধন ১ লÿ টাকা পর্যমত্ম

৫০০.০০

 

  1. মূলধন ১ লÿ টাকা হইতে ৫ লÿ টাকা  পর্যমত্ম

১০০০.০০

 

  1. মূলধন  ৫ লÿ টাকা হইতে ১০ লÿ টাকা  পর্যমত্ম

১৫০০.০০

 

  1. মূলধন ১০ লÿ টাকার উর্ধ্বে

২০০০.০০

 

(খ) হিমাগার (লিমিটেড কোম্পানী ব্যাতীত)ঃ

 

 

  1. মূলধন ১ লÿ টাকা পর্যমত্ম

৪০০.০০

 

  1. মূলধন ১ লÿ টাকা হইতে ৫ লÿ টাকা  পর্যমত্ম

৮০০.০০

 

  1. মূলধন  ৫ লÿ টাকা হইতে ১০ লÿ টাকা  পর্যমত্ম

১২০০.০০

 

  1. মূলধন ১০ লÿ টাকার উর্ধ্বে

২০০০.০০

 

(গ) ÿুদ্র ও কুটির শিল্প  (লিমিটেড কোম্পানী ব্যাতীত)ঃ

 

 

  1. মূলধন ১০ হাজার টাকা পর্যমত্ম

৫০.০০

 

  1. মূলধন ১০ হাজার টাকা হইতে ২৫ হাজার টাকা  পর্যমত্ম

১০০.০০

 

  1. মূলধন  ২৫ হাজার টাকা হইতে ৫০ হাজার  টাকা  পর্যমত্ম

২০০.০০

 

  1. মূলধন ৫০ হাজার টাকার উর্ধ্বে

৩০০.০০

 

(ঘ)  শিল্প কারখানা  (লিমিটেড কোম্পানী )ঃ

 

 

  1. পরিশোধিত মূলধন ৫০ লÿ টাকা পর্যমত্ম

৫০০০.০০

 

  1. পরিশোধিত মূলধন ৫০ লÿ টাকা হইতে ১ কোটি টাকা পর্যমত্ম

১০০০০.০০

 

  1. পরিশোধিত মূলধন ১ কোট টাকা হইতে ৫ কোটি টাকা পর্যমত্ম

২৫০০০.০০

 

  1. পরিশোধিত মূলধন ৫ কোটি টাকার উর্ধ্বে

৪০০০০.০০

 

(ঙ) কৃষি খামার, দুগ্ধ খামার, হাঁস-মুরগীর খামার, মৎস্য খামার, গবাদী পশুর খামার ইত্যাদি  (লিমিটেড কোম্পানী ব্যাতীত)ঃ

 

 

  1. মূলধন ৫০ হাজার টাকা পর্যমত্ম

৫০.০০

 

  1. মূলধন ৫০ হাজার টাকা হইতে ১ লÿ টাকা পর্যমত্ম

১০০.০০

 

  1. মূলধন  ১ লÿ টাকা হইতে ৩ লÿ  টাকা পর্যমত্ম

১৫০.০০

 

  1. মূলধন  ৩ লÿ টাকা হইতে ১০ লÿ  টাকা পর্যমত্ম

২৫০.০০

 

  1. মূলধন ১০ লÿ টাকার উর্ধ্বে

১০০০.০০

 

(চ) ধান ভাঙ্গানো কল, আটা বা ময়দার কল বা মিল, তেলের কল (লিমিটেড কোম্পানী ব্যাতীত)ঃ

 

 

  1. মূলধন ৫০ হাজার টাকা পর্যমত্ম

১০০.০০

 

  1. মূলধন ৫০ হাজার টাকা হইতে ১ লÿ টাকা পর্যমত্ম

২০০.০০

 

  1. মূলধন  ১ লÿ টাকা হইতে ৩ লÿ  টাকা পর্যমত্ম

২৫০.০০

 

  1. মূলধন  ৩ লÿ টাকা হইতে ৫ লÿ  টাকা পর্যমত্ম

৪০০.০০

 

  1. মূলধন ৫ লÿ টাকার অধিক

১০০০.০০

 

(ছ) স’ মিল, বিদ্যুৎ চালিত অন্যান্য মিল (লিমিটেড কোম্পানী ব্যাতীত)ঃ

 

 

  1. মূলধন ৫০ হাজার টাকা পর্যমত্ম

১০০.০০

 

  1. মূলধন ৫০ হাজার টাকা হইতে ১ লÿ টাকা পর্যমত্ম

২০০.০০

 

  1. মূলধন  ১ লÿ টাকা হইতে ৩ লÿ  টাকা পর্যমত্ম

২৫০.০০

 

  1. মূলধন  ৩ লÿ টাকা হইতে ৫ লÿ  টাকা পর্যমত্ম

৪০০.০০

 

  1. মূলধন ৫ লÿ টাকার অধিক

১০০০.০০

 

(জ) ইট ভাটা বা অন্যান্য সিরামিক প্রস্ত্ততকারকঃ

 

 

  1.  মূলধন বা পরিশোধিত মূলধন ২০ লÿ টাকা পর্যমত্ম

৫০০০.০০

 

  1.  মূলধন বা পরিশোধিত মূলধন ২০ লÿ টাকা হইতে ৪০ লÿ টাকা পর্যমত্ম

১৫০০০.০০

 

  1.  মূলধন বা পরিশোধিত মূলধন ৪০ লÿ টাকার অধিক

৫০০০০.০০

(ক) সিনেমা হলঃ

 

 

  1.  সাধারণ

৩০০.০০

 

  1. শীতাতপ নিয়ন্ত্রিত

৫০০.০০

 

(খ)  বিউটি পরলার, হেয়ার ড্রেসিং সেলুনঃ

 

 

  1.  সাধারণ

১০০.০০

 

  1. শীতাতপ নিয়ন্ত্রিত

২৫০.০০

 

(গ) লন্ড্রী

 

 

  1. সাধারন

৫০.০০

 

  1. অটোমেটিক মেশিনযুক্ত লন্ড্রী

২৫০.০০

 

  1. লন্ড্রী শোরম্নম

২০০.০০

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি অফিস,প্রতিষ্ঠান বা সংস্থা  বা উহাদের কোন শাখা

৫০০.০০

ঠিকাদারী ফার্ম বা প্রতিষ্ঠানঃ

 

 

  1. তৃতীয় শ্রেণীর ঠিকাদারী প্রতিষ্ঠান

১০০০.০০

 

  1. দ্বিতীয় শ্রেণীর ঠিকাদারী প্রতিষ্ঠান

২০০০.০০

 

  1. প্রথম শ্রেণীর ঠিকাদারী প্রতিষ্ঠান

৫০০০.০০

কৃষি পণ্যের আড়ত

৫০০.০০

  পেশা, বৃত্তি(কলিং)

 

 

  1.  যেকোন ধরনের ইঞ্জিনিয়ারিং ফার্ম

৫০০০.০০

 

  1. কনসালটেন্সি ফার্ম

৫০০০.০০

 

  1. সলিসিটর ফার্ম

৫০০০.০০

আত্বকর্মে নিয়োজিত চিকিৎসক, প্রোকৌশলী, আইনজীবীঃ

 

 

  1. আয়কর যোগ্য আয় না হইবার ÿÿত্রে

২৫০.০০

 

  1. আয়কর যোগ্য আয়  হইবার ÿÿত্রে

৫০০.০০

আবাসিক হোটেল বা মোটেল

 

 

  1. মূলধন ৫০ হাজার টাকা পর্যমত্ম

১০০.০০

 

  1. মূলধন ৫০ হাজার টাকা হইতে ১ লÿ টাকা পর্যমত্ম

২০০.০০

 

  1. মূলধন  ১ লÿ টাকা হইতে ৩ লÿ  টাকা পর্যমত্ম

২৫০.০০

 

  1. মূলধন  ৩ লÿ টাকা হইতে ৫ লÿ  টাকা  পর্যমত্ম

৪০০.০০

 

  1. মূলধন ৫ লÿ টাকার অধিক

২৫০০.০০

 রেঁসেত্মারা, খাবার  দোকান, মিস্টির দোকানঃ

 

 

     (১) মূলধন ১০ হাজার টাকা পর্যমত্ম

৫০.০০

 

     (২) মূলধন ১০ হাজার টাকা হইতে ২০ হাজার টাকা পর্যমত্ম

১০০.০০

 

  1. মূলধন ২০ হাজার টাকা হইতে ৫০ হাজার টাকা পর্যমত্ম

১৫০.০০

 

  1. মূলধন ৫০ হাজার টাকা উর্ধ্বে

২০০.০০

১০

 দোকানদার বা ব্যবসায়ী ( খোলা জায়গায় যে সকল হকার্সগণ কেনাবেচা করেন তাহার ইহার অমর্ত্মভূক্ত হইবেন না)ঃ

 

 

  1. মূলধন নির্বিশেষে যে কোন পাইকারী দোকান

১০০০.০০

 

     (২) মূলধন ১০ হাজার টাকা পর্যমত্ম

৫০.০০

 

     (৩) মূলধন ১০ হাজার টাকা হইতে ৫০ হাজার টাকা পর্যমত্ম

১০০.০০

 

  1. মূলধনের পরিমান  ৫০ হাজার টাকা উর্ধ্বে

১৫০.০০

১১

ভাড়ায় চালিত যানবাহনঃ

 

 

  1.  রিক্সার মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

২০.০০

 

  1. তিনচাকা বা দুইচাকা বিশিষ্ট যান্ত্রিক যানবাহনের মালিক/ প্রতিষ্ঠান ( প্রতিটির জন্য)

২০০.০০

 

  1.  টেম্পোর মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

১৫০.০০

 

  1.  বাস, মিনিবাসের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

২৫০.০০

 

  1.  ট্রাক/কার্গোভ্যান ( প্রতিটির জন্য)

২৫০.০০

 

  1. পরিবহন এজেন্সী বা পরিবহন ঠিকাদার ( প্রতিটির জন্য)

৩০০.০০

 

  1. যাত্রী পরিবহনের যান্ত্রিক নৌযানের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

১০০.০০

 

  1.  মালামাল পরিবহনের যান্ত্রিক নৌযানের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

১৫০.০০

 

  1. যাত্রী পরিবহন কারী লঞ্চ, ষ্টীমার (প্রতিটির জন্য)

২০০.০০

 

  1. মালামাল পরিবহনকারী কার্গো ( প্রতিটির জন্য)

২৫০.০০

 

  1. কার বা মাইক্রোবাসের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

২০০.০০

১২

ভাড়ায় চালিত নয় এইরূপ যানবাহন

 

 

  1.  রিক্সার মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

১০.০০

 

  1. তিনচাকা বা দুইচাকা বিশিষ্ট যান্ত্রিক যানবাহনের মালিক/ প্রতিষ্ঠান

 ( প্রতিটির জন্য)

৫০.০০

 

  1.  টেম্পোর মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

৭৫.০০

 

  1.  বাস, মিনিবাসের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

১২৫.০০

 

  1.  ট্রাক/কার্গোভ্যান ( প্রতিটির জন্য)

১২৫.০০

 

  1. যান্ত্রিক নৌযানের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

৫০.০০

 

  1. লঞ্চ, ষ্টীমার (প্রতিটির জন্য)

১০০.০০

 

  1. কার বা মাইক্রোবাসের মালিক/ প্রতিষ্ঠান( প্রতিটির জন্য)

১০০.০০

১৩

বিজ্ঞাপনের উপর করঃ

 

 

  1. প্রতিবর্গফুট বা উহার অংশ বিশেষের জন্য

১০.০০

 

  1. আলোক সজ্জিত বিজ্ঞাপন (যথা নিউন সাইন, পস্নাষ্টিক সাইন ইত্যাদি)

২০.০০

       

 

৭। সিনেমা, নাট্য প্রদশর্নী এবং অন্যান্য আমোদ প্রমোদ ও চিত্ত বিনোদনের উপর কর।-

পরিষদ এলাকায় আয়োজিত সিনেমা, নাট্য প্রদশর্নী এবং অন্যান্য আমোদ প্রমোদ ও চিত্ত বিনোদনের অনুষ্ঠানে দর্শনার্থীদের নিকট হইতে আদায়কৃত প্রবেশ মূল্যের উপর সর্বোচ্চ শতকরা ১০(দশ) টাকা হারে কর আরোপ করা যাইবেঃ

তবে শর্ত থাকে যে শিÿামূলক বা দাতব্য উদ্দেশ্যে আয়োজিত প্রদশর্নীর উপর কর আরোপ করা যাইবে না।

৮। বৈদতিক আলোর সুবিধার জন্য রেইট।-পরিষদ কর্তৃক রাসত্মাঘাট, জনষাধারণের ব্যবহার্য স্থানে বৈদতিক আলোর সুবিধা প্রদান করা হইলে, উহাদের রÿনাবÿণ ব্যায় বাবদ ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ২(দুই) টাকা হারে রেইট আরোপ করা যাইবে।

৯। বিনোদন মূলক পার্ক ইত্যাদির সুবিধার উপর রেইট।-পরিষদ কর্তৃক জনসাধারণের জন্য বিনামূল্যে বিনোদন পার্ক, শিশু পার্ক. গণশৌচাগার, ইত্যাদি ব্যবহারের সুবিধা প্রদান করা হইলে, উহাদের রÿনাবেÿণ ব্যায় বাবদ ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ২(দুই) টাকা হারে রেইট আরোপ করা যাইবে।ু

১০। পানি সরবরাহের উপর রেইট।- পরিষদ কর্তৃক পানি সরবরাহের সুবিধা প্রদান করা হইলে, সুবিধাপ্রাপ্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের উপর ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ২(দুই) টাকা হারে রেইট আরোপ করা যাইবে।

১১। পয়ঃ নিষ্কাশন সুবিধার উপর রেইট।- পরিষদ কর্তৃক পয়ঃ নিষ্কাশন সুবিধা প্রদান করা হইলে, সুবিধাপ্রাপ্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের উপর ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ১২(বার) টাকা হারে রেইট আরোপ করা যাইবে।

 

১২। পশু জবাইয়ের উপর ফি।- ব্যাবসায়িক উদ্দেশ্যে নিমণবর্নিত টেবিলের কলাম ২ এ উলেস্নখিত জবাইকৃত পশুর উপর কলাম ৩ এ উলেস্নখিত হারে ফি আরোপ করা যাইবে, যথা।-

ক্রমিক

পশুর বিবরণ

প্রতিটির জন্য ফি এর পরিমান (টাকা)

(১)

ছাগল বা ভেড়া

১০.০০

(২)

গরম্ন

২০.০০

(৩)

মহিষ

২৫.০০

 

১৩। টিউটেরিয়ার স্কুল, কোচিংসেন্টার, ইত্যাদির নিবন্ধন ফি।- পরিষদ এলাকায় পরিচালিত নিমণবর্নিত টেবিলের কলাম ২ এ উলেস্নখিত টিউটেরিয়াল স্কুল, কোচিংসেন্টার, ইত্যাদির নিবন্ধন  ও নিবন্ধন নবায়নের ÿÿত্রে  কলাম ৩ এ উলেস্নখিত হারে ফি আরোপ করা যাইবে, যথা।-

ক্রমিক

টিউটেরিয়াল স্কুল, কোচিংসেন্টারের বিবরণ

নিবন্ধন / নবায়ন ফি এর সর্বোচ্চ পরিমান (টাকা)

(১)

টিউটেরিয়াল স্কুল

২০০০.০০

(২)

কোচিংসেন্টার

২৫০০.০০

(৩)

 বেসরকারি  কেজি স্কুল (বাংলা/ ইংরেজী মিডিয়াম)

৩০০০.০০

 

১৪। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, প্যারামেডিকেল ইনস্টিটিউট ইত্যাদির নিবন্ধন ফি।- পরিষদ এলাকায় পরিচালিত নিমণবর্নিত টেবিলের কলাম ২ এ উলেস্নখিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, প্যারামেডিকেল ইনস্টিটিউটের নিবন্ধন  ও নিবন্ধন নবায়নের ÿÿত্রে  কলাম ৩ এ উলেস্নখিত হারে ফি আরোপ করা যাইবে, যথা।-

ক্রমিক

 বিবরণ

নিবন্ধন / নবায়ন ফি এর সর্বোচ্চ পরিমান (টাকা)

(১)

ক্লিনিক

১৫০০.০০

(২)

প্যারামেডিকেল

১৫০০.০০

(৩)

বেসরকারি হাসপাতাল

২৫০০.০০

 

তবে শর্ত থাকে যে, উক্তরূপ হাসপাতাল, ক্লিনিক, প্যারামেডিকেল ইনস্টিটিউট সম্পূর্ণ ভাবে দাতব্য প্রতিষ্ঠান হইলে পরিষদ উহাদের নিবন্ধন ফি ও নবায়ন ফি মওকুফ করিতে পারিবে।

১৫। গ্রাম পুলিশের সম্মানীর জন্য কর।- গ্রাম পুলিশের সম্মানীর জন্য ভূমি ও ইমারতের বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ২(দুই) টাকা হারে কর আরোপ করা যাইবে।

১৬। বাজার কর।-পরিষদ এলাকায় হাট -বাজার ইজারা মূল্যের শতকরা ১ (এক) টাকা হারে ইজারাদারের উপর কর আরোপ করা যাইবে।

১৭। ব্যবসা, বৃত্তি বা পেশার উপর পরিষদ কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং পারমিটের উপর ফি।- পরিষদ এলাকায় যে কোন ধরনের ব্যবসা, বৃত্তি বা পেশা পরিচালনার জন্য লাইসেন্স বা পারমিট ফি এবং নবায়ন ফি এর পরিমান হইবে সর্বোচ্চ ২০০(দুইশত) টাকা।

১৮। পাকা ইমারত নির্মাণের অনুমোদন ফি।- পরিষদ এলাকায় পাকা ইমারত নির্মাণের পরিকল্পনা অনুমোদনের জন্য প্রতি বর্গফুটের উপর সর্বোচ্চ ১(এক) টাকা হারে ফি আরোপ করা যাইবে।

                                                                                                                                             রাষ্ট্রপতির আদেশক্রমে

 

                                                                                                                                             আবু আলম মোঃ শহিদ খান

                                                                                                                                                          সচিব।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পরিশিষ্ট-৪

ইউনিয়ন পরিষদ (উন্নয়ন পরিকল্পনা) বিধিমাল,২০১৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

 

প্রজ্ঞাপন

 

তারিখ,৮ মাঘ ১৪১৯ বঙ্গাব্দ/২১ জানুয়ারি ২০১৩ খ্রিস্টাব্দ

 

এস,আর, ও নং  ১৮-ন আইন/২০১১৩ স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন ) এর ধারা ৯৬ এ প্রদত্ত ÿমতাবলে সরকার নিমণরূপ

বিধিমালা প্রণয়ন করিল, যথা:-

 

১। বিধিমালার নাম।- এই বিধিমালা ইউনিয়ন পরিষদ (উন্নয়ন পরিকল্পনা) বিধিমাল, ২০১৩ নামে অভিহিত হইবে।

২। সংজ্ঞা ।-(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিল, এই বিধিমালায়-

(ক) ‘‘আইন’’ অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন);

(খ) ‘‘ইউনিয়ন পরিষদ’’ অর্থ আইনের ধারা ১০ এর অধীন গঠিত ইউনিয়ন পরিষদ;

(গ)‘‘উন্নয়ন পরিকল্পনা’’ অর্থ পঞ্চবার্ষিক এবং বার্ষিক উন্নয়ন পরিকল্পনা;

(ঘ)‘‘ ওয়ার্ড সভা’’ অর্থ আইনের ধারা ৪ এর অধীর গঠিত ওয়ার্ড সভা ;

(ঙ)‘‘তফসিল অর্থ এই বিধিমালা তফসিল।

(চ) ‘‘পরিকল্পনা প্রণয়ন কমিটি বিধি ৬ জানুরায়ী গঠিত ।

(ছ) ‘‘প্রকল্প’’ অর্থ ইউনিয়ন পরিষদ কর্তৃক উন্নয়ন পরিকল্পনা ভিত্তিতে গৃহিত উন্নয়ন  প্রকল্প;

(জ) ‘‘স্থায়ী কমিটি’’ অর্থ আইনের ধারা ২(৪৮) এ সংজ্ঞায়িত স্থায়ী কমিটি।

 

(২) এই বিধিমালা যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই ,যে সকল শব্দ ও অভিব্যক্তি আইন যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রয়োজ্য হইবে।

 

(৩) উন্নয়ন পরিকল্পনা ।-(১) ইউনিয়ন পরিষদ উহার উন্নয়ন কর্মকান্ড বাসত্মবায়নের লÿÿ্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করিবে।

 

(২) ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণক্রমে প্রতি বৎসর উহার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করিবে।

 

(৩) ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে যে সকল প্রকল্প বাসত্মবায়নে দÿতা ও অভিজ্ঞতা অর্জন করিয়াছে এবং যে ধরনের প্রকল্পের জনগণের চাহিদা রহিয়াছে, সে সকল প্রকল্প অগ্রাধিকারের ক্রমানুসারে উন্নয়ন পরিকল্পায় অমত্মর্ভূক্ত করিবে।

 

(৪) সরকার বা জেলা পরিষদ বা উপজেলা পরিষদ কর্তৃক ইউনিয়ন পরিষদ স্থানামত্মরিত প্রকল্প বা স্কীম উন্নয়ন পরিকল্পনার অমত্মর্ভূক্ত হইবে।

 

(৫) ইউনিয়ন পরিষদের এলাকার মধ্যে জাতীয় পর্যায়ের যে সকল প্রকল্প বাসত্মবায়নাধীন রহিয়াছে বা বাসত্মবায়নের জন্য প্রসত্মাব করা হইয়াছে বা বাসত্মবায়নের প্রয়োজন রহিয়াছে, সে সকল প্রকল্প উন্নয়ন পরিকল্পনায় অমত্মর্ভূক্ত করা যাইবে।

 

(৬) ইউনিয়র পর্যায়ে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) যে সকল বাসত্মবায়নাধীন রহিয়াছে বা বাসত্মবায়নের প্রসত্মাব করা হইয়াছে, সে সকল প্রকল্পও উন্নয়ন পরিকল্পনার অমত্মর্ভূক্ত করা যাইবে।

 

(৭) প্রতিটি প্রকল্প কোন সংস্থা কর্তৃক বাসত্মবায়িত হইবে উহা উন্নয়ন পরিকল্পনায় উলেস্নখ করিতে হইবে।

 

(৮) সরকারের র্দীঘমেয়াদী পরিকল্পনা ও পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উলেস্নখ করিতে হইবে।

 

(৯)  উন্নয়ন পরিকল্পনায় ভৌত অবকাঠামো,সেবা , সামাজিক উন্নয়ন ,বেসরকারি উন্নয়ন সংস্থা বা বাক্তি উদ্যোক্তাদের  মাধ্যমে বাসত্মবায়নযোগ্য উন্নয়ন কার্যক্রম বা প্রকল্পসমূহ পৃথকভাবে অমত্মর্ভূক্ত করিতে হইবে।

 

(১০) উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সঙ্গে সঙ্গে সংশিস্নষ্ট পরিকল্পনার একটি আর্থিক প্রাক্কলন প্রস্ত্তুত করিতে হইবে।

 

৪। উন্নয়ন পরিকল্পনা সূচি।- উন্নয়ন পরিকল্পনা অন্যান্য বিষয়ের সহিত নিমণবর্ণিত তথ্যাবলি অমত্মর্ভূক্ত থাকিবে, যথা:-

 

(ক) প্রতিটি ÿÿত্রে পরিকল্পনার পনিমাপযোগ্য ভৌত লÿ্যমাত্রা;

 

(খ) নির্দিষ্ট প্রকল্প,

 

(গ) কর্মসূচি বাসত্মাবায়নে লোকবলের প্রয়োজনীয়তা এবং প্রযোজ্য ÿÿত্রে, সরকার,উপজেলা  পরিষদ, জেলা পরিষদ  বা অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থার নিকট হইতে প্রত্যাশিত সহযোগিতা;

 

(ঘ) পরিকল্পনার ও জন্য আর্থিক সম্পদের পরিমাণ এবং উহা অর্জনের প্রসত্মাবিত পদ্ধতি;

 

(ঙ) স্থানীয় পর্যায় হইতে পাওয়া যাইবে এইরূপ অর্থ সম্পদ বা অসংঘভুক্ত শ্রমিক;

 

(চ) পরিকল্পনা বাসত্মবায়নের বার্ষিক ক্রমপঞ্জি; এবং

 

(ছ) প্রকল্প সমাপ্তির পর আবর্তক ব্যয়, অর্থায়নের প্রসত্মাবিত পদ্ধতি এবং রÿণাবেÿণের অন্যান্য ব্যবস্থাদি।

 

৫। উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সময়।- (১) ৫(পাঁচ) বৎসর অমত্মর পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করিয়া পরিষদের সভায় উহা অনুমোদন করিতে হইবে।

 

(২) সংশিস্নষ্ট অর্থ বৎসরের পূর্ববর্তী ফেব্রম্নয়ারি মাসে পরিকল্পনা  প্রণয়ন কমিটি বার্ষিক উন্নয়ন পরিকল্পনার খসড়া  প্রণয়ন করিয়া উহা পরীÿা-নিরীÿার জন্য ওয়ার্ড সভায়  প্রেরণ করিবে এবং ওয়ার্ড সভার মতামতের ভিত্তিতে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে খসড়া চূড়ামত্ম করিতে হইবে।

 

(৩) ৩১ মার্চের  মধ্যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা খসড়া পরিষদেও সভায় উপস্থাপন করিতে হইবে এবং পরিষদ সংশোধনসহ বা সংশোধেন ব্যতীত উহা অনুমোদন করিবে।

 

(৪) পরিকল্পনা যে কোনো সংশোধেনী  বা  অমত্মর্ভূক্তি ÿÿত্রে পরিষদের  অনুমোদন প্রয়োজন হইবে।

 

(৬) পরিকল্পনা প্রণয়ন কমিটি গঠন ও উহার কার্যপদ্ধতি।- (১) উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লÿÿ্য প্রতিটি ইউনিয়ন পরিষদে নিমণবর্ণিত সদস্য  সমন্বয়ে একটি পরিকল্পনা  প্রণয়ন কমিটি থাকিবে, যথা:-

(ক) পরিষদ কর্তৃক মনোনীত একজন সদস্য ,যিনি ইহার আহবায়কও হইবেন;

(খ) পরিষদের সচিব,যিনি ইহার সদস্য-সচিবও হইবেন; এবং

(গ) পরিষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

 

(২) পরিকল্পনা প্রণয়নের ÿÿত্রে পরিকল্পনা কমিটি নিমণবর্ধিত কার্যপদ্ধতি অনুসরণ করিবে, যথা:-

(ক) ওয়ার্ড সভার মাধ্যমে জনসংযোগ ও জনসাধারনের মতামত গ্রহণ :

(খ) প্রকল্প চিহ্নিতকরণ ওকারিগরি বিশেস্নষণ;

(গ) তালিকা প্রণয়ন ও অগ্রাধিকার নির্ণয়;

(ঘ) স্থায়ী কমিটির নিকট হইতে বিভাগীয় বা সেক্টরভিত্তিক ধারণা, দৃষ্টিভঙ্গি ও প্রকল্প প্রসত্মাব গ্রহণ।

 

(৩) তালিকা প্রণয়ন ও অগ্রাধিকার নির্ণয়ের ÿÿত্রে স্থানীয় উন্নয়নমূলক সেবা ওঅর্থনৈতিক কার্যক্রমের চাহিদা বা সামাজিক সমস্যা বা স্থানীয় দাবীসমূহ বিবেচনা করিতে হইবে।

 

(৪) ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সরকারি বিভাগ বা দপ্তরের মাধ্যমে যে সকল প্রকল্প বা কার্যক্রম বাসত্মবায়নাধীন রহিয়াছে এবং বাসত্মবায়নের জন্য প্রসত্মাব করা হইয়াছে সে সকল বিষয়ে পরিকল্পনা  প্রণয়ন কমিটি বিসত্মারিত তথ্য সংগ্রহ করিবে  এবং বেসরকারি সংস্থা(এনজিও) স্থানীয়ভাবে যে সকল কার্যক্রম বাসত্মবায়ন করিতেছে সে সম্পর্কেও তথ্যাবলি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের প্রাক্কলে কমিটি বিবেচনা  করিবে।

 

৭। উনয়ন পরিকল্পনা রেজিস্টার সংরÿণ ও ব্যবহার ।-(১) উন্নয়ন পরিকল্পপনা সম্পর্কে তফসিলের নমুনা অনুযায়ী একটি রেজিস্টার  সংরÿণ করিতে হইবে , যাহা উন্নয়ন পরিকল্পনা  রেজিস্টার নামে অভিহিত হইবে।

 

(২) পরিষদের নিজস্ব অর্থ ব্যয়ে কোনো প্রকল্প বা কার্যক্রম গ্রহণের ÿÿত্রে উন্নয়ন পরিকল্পনা রেজিস্টারে অমত্মর্ভূক্ত প্রকল্প বা কার্যক্রম হইতে  প্রকল্প বা কার্যক্রম গ্রহণ করিতে হইতে এবং উন্নয়ন পরিকল্পনা রেজিস্টার অমত্মর্ভূক্ত নাই এমন কোনো প্রকল্প বা কার্যক্রম গ্রহণ করা যাইবে না।

 

(৩)  জরম্নরীভিত্তিতে বিশেষতঃ দুর্যোগ মোকাবিলার নিমিত্ত জনগুরম্নত্বপূর্ণ কোনো কার্যক্রম গ্রহণ করিতে হইলে, সংশিস্নষ্ট স্থায়ী কমিটির সুপারিশ ও পরিষদের অনুমোদনক্রমে, উক্ত কাযর্যক্রম উন্নয়ন পরিকল্পনা রেজিস্টারে তাৎÿণিকভাবে অমত্মর্ভুক্ত করা যাইবে।

 

(৪) উন্নয়ন পরিকল্পনা রেজিস্টার অবকাঠামো, যেমন- সড়ক, পুল,কালর্ভাট, নদী,খাল,বিল এবং ভবনাদি নির্মাণ বা সংস্কার ইত্যাদির  জন্য মানচিত্রের ব্যবহার করিতে হইবে।

 

(৫) ইউয়িন পরিষদের নিজস্ব  অর্থ ব্যয়ে উন্নয়ন পরিকল্পনা রেজিস্টার  হইতে প্রকল্প গ্রহণ বা কার্যক্রম বাছাইয়ের জন্য নিমণরূপ সদস্য সমম্বয়ে একটি কমিটি থাকিবে, যথাঃ-

 

(ক) ইউনিয়র পরিষদের চেয়ারম্যান,যিনি  ইহার  সভাপতিও  হইবেন;

(খ) ইউনিয়ন পরিষদের সচিব ,যিনি ইহার সদস্য-সচিবও হইবে;

(গ) ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

(৬) প্রকল্প বা কার্যক্রম বাছাইয়ের ক্ষেত্রে নিমণরূপ খাতভিত্তিক বিভাজন অনুসরণ করা যাইবে, যথা:-

খাতসমূহ

বরাদ্দ

সর্বনিমণ পরিমাণ

সর্বোচ্চ পরিমাণ

১। কৃষি ও  ÿুদ্র সেচঃ

(ক) কৃষি ও সেচঃ নিবিড় শস্য কর্মসূচি,প্রদর্শনী খামার, বীজ সরবরাহ,পরিপর্শ্বিক বৃÿরোপণসহ সামাজিক বনায়ন ,ফলমূল ও শাকসবজি চাষ,জলনিষ্কাশন ও সেচ ব্যবস্থা,ছোট ছোট বন্যা  নিরোধক বাঁধ এবং সেচ কাঠামো নির্মাণ।

১০%

১৫%

(খ) মৎস্য ও পশু সম্পদঃ পুকুর খনন,মজাপুকুর সংস্কার,গ্রামীণ মৎস্য খামার,হাঁস মুরগী ও গবাদি পশুর উন্নয়ন।

৫%

১৫%

(গ) ক্ষুদ্র ও কুটির শিল্পঃ ক্ষুদ্র ওকুটির শিল্প ওয়ার্কশপ কর্মসূচি দÿতা উন্নয়ন,প্রশিক্ষণ ওসম্প্রসারণ, আয় বর্ধক কর্মতৎপরতা ইত্যাদি ।

৫%

৭%

২। বসত্মত্মগত অবকাঠামোঃ

(ক) পরিবহণ ও যোগাযোগঃ রাসত্মা নির্মাণ,পলস্নী  পূর্ত কর্মসূচি ,ছোট চোট সেতু ,কালভার্ট নির্মাণ, পুনঃ নির্মাণ ও উন্নয়ন।

১২%

২০%

(খ) গৃহ নির্মাণ ও বসগত পরিকল্পনাঃ হাট বাজার গুদামজাতকরণের সুযোগ-সুবিধা,কমিউনিটি সেন্টার।

৫%

৭%

(গ) জনস্বাস্থ্যঃ পল্লী জল সরবাহের ব্যবস্থা,স্বল্প ব্যয়ে পায়খানা নির্মাণ,প্রভূতি

১৫%

২০%

৩।আর্থ সামাজিক অবকাঠামোঃ

(ক) শিক্ষার উন্নয়নঃ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেণিকক্ষ,খেলার মাঠ, শিক্ষার উপকরণ উন্নয়ন ও সরবরাহ।

৭%

১৫%

(খ) স্বাস্থ্য ও সমাজকল্যাণঃ স্বাস্থ্যগত পরিচ্ছন্নতা ও পরিবার পরিকল্পনা ,প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ইপিআই কর্মসূচি,যুবক ও মহিলা কল্যাণসহ  সমাজ কল্যাণমূলক কর্মকান্ড।

১০%

২০%

(গ) ক্রীড়া ও সংস্কৃতিঃ খেলাধুলা,ক্রীড়া ,সাংস্কৃতিক তৎপরতা শিশুদের শারীরিক,মানসিক ও সাংস্কৃতিক উন্নয়ন

১০%

২০%

(ঘ) বিবিধঃ জন্ম মৃত্যুও রেজিস্ট্রিকরণ সংক্রামত্ম কার্য,দুর্যোগ পরবর্তী ত্রাণকার্য(প্রয়োজনবোধে ইউনিয়ন জরীপ ও উনয়নমূলক কার্য ব্যয় হিসাবে ১% অর্থ এই খাত হইতে ব্যবহার করা যাইবে।

১০%

২০%

 

(৭) উন্নয়ন পরিকল্পনা রেজিস্টাওে অমত্মর্ভূক্ত থাকা সত্ত্বেও নিমণবর্নিত খাতে পরিষদ নিজস্ব অর্থে ব্যয় বা সরকারের অর্থ ব্যয়ে কোনো প্রকল্প বা কার্যক্রম গ্রহণ বা বাসত্মবায়ন করিতে পারিবে না,যথাঃ-

 

(ক) সরকারের কোনো বিভাগে বকেয়া  পরিশোধের জন্য ব্যয়,মেন-বকেয়া বেতন বা অন্য কোনো ঘাটতি বা পাওয়া পরিশোধ;

(খ) সরকারের সংরÿÿত  বিষয়ের কার্যক্রমের অর্থ ব্যয়:

(গ) পরিষদের রেভিনিউ খাতে অর্থ ব্যয়:

(ঘ) ব্যয়বহুল সাজ-সরঞ্জাম,আসবাবপত্র বা বিলাস দ্রব্য ক্রয়;

(ঙ) টেলিফোন স্থাপন,ভহমি উন্নয়ন কর,পৌর কর ও বিদ্যুৎ বিল পরিশোধ করা ;

(চ) কোনো কর্মচারী নিয়োগ বা ভাতা পরিশোধ;

(ছ) দিবস উদযাপন, সপ্তাহ পালন, মেলা বা প্রদর্শনী অনুষ্ঠার;

(জ) ক্যাফেটেরিয়া বা রেসেত্মারাঁ নির্মাণ;

(ঞ) টেনিস খেলার মাঠ নির্মাণ;

(ট) নতুন স্কুল, কলেজ বা মাদ্রাসা স্থাপন;

(ঠ) কোনো ক্লাব বা সমিতি ভবন নির্মাণ:

(ড) কিন্ডার গার্টেন স্কুল স্থাপন;

(ঢ) অফিস চত্বর সুন্দরকরণ।

 

৮। উন্নয়ন পরিকল্পনা মূল্যায়ন।- ইউনিয়ন পরিয়স প্রতি বৎসর উন্নয়ন পরিকল্পনা মূল্যায়ন করিবে এবং প্রয়োজনে, সংশোধন করিবে।

 

৯। সরকারের অনুমোদন ।- ইউনিয়ন পরিষদ কর্তৃক সরকারের পÿ হইতে অনুদান আর্থিক অথবা কারিগরী সহযোগিতা প্রয়োজন হইলে,ইউনিয়ন পরিষদ উন্নয়ন পরিকল্পনা  উহা অমত্মর্ভূক্তকরণের ÿÿত্রে পরিকল্পনা প্রণয়ন করিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অনুমোদনের জন্য সরকারের নিকট দাখিল করিবে।

 

১০। উন্নয়ন পরিকল্পনা বাসত্মবায়ন।- উন্নয়ন পরিকল্পনা যে সকল বিষয় বাসত্মবায়নের জন্য বিধি ৯ অনুযায়ী  সরকারের অনুমোদন প্রয়োজন হইবে, সে সকল ÿÿত্রে সরকারের অনুমোদন ও বাজেট না পাওয়া পর্যমত্ম উহা বাসত্মবায়ন করা যাইবে না

১১। রহিতকরণ ও হেফাজত।-    Union councils(Development plans) Rules,1960 এতদ্বারা রহিত করা হইল।

 

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত Rule এর অধীনৃত কার্য বা গৃহিত ব্যবস্থা এই বিধিমালার অধীর কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গন্য হইবে।

তফসিল

[বিধি ৭(১) দ্রষ্টব্য]

উন্নয়ন পরিকল্পনা  রেজিস্টারের নমুনা

 

জাতীয় প্রকল্প

ইউনিয়ন পরিষদের প্রকল্প

ব্যক্তি বা বেসরকারি উদ্যোক্তা প্রকল্প

অন্যান্য প্রকল্প

জাতীয় পরিকল্পনা খাত-ভিত্তিক ন্থানীয় অংশ যাহা বিভিন্ন্ সরকারি সংস্থার অধীনে বিভাজ্য অংশ হিসাবে  জেলা ,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যসত্ম বায়নযোগ্য

ইউনিয়ন পরিষদের নিজস্ব প্রকল্পসমূহ

শিল্প ও বাণিজ্যিক উদ্যোগ/ প্রকল্প

জাতীয় সংসদ সদস্যদের অগ্রাধিকার প্রকল্প

উপজেলা পরিষদের প্রকল্পসমূহ

ব্যাংকিং/ঋণ কার্যক্রম

ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের প্রকল্পসমূহ

পৌরসভার প্রকল্পসমূহ

এনজিও এর প্রকল্প

সরকারের বিশেষ কোন প্রকল্প

জেলা পরিষদের প্রকল্পসমূহ

 

 

রাষ্ট্রপতির আদেশক্রমে

আবু আলম মোঃ শহিদ খান

সচিব।

পরিশিষ্ট-৬

ইউনিয়ন স্ট্যাডিং কমিটি সমূহঃ

  1. অর্থ ও সংস্থাপন

 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

জনাব রেশেনা বেগম

ইউপি সদস্য

নতুন শাখাইতি

সভাপতি

০২

মুনসুর আলী

সমাজকর্মী

নোয়াগাওঁ

সদস্য

০৩

আ: আহাদ

সমাজকর্মী

ঘোলেরগাঁও

সদস্য

০৪

রুশন আলী

সমাজকর্মী

উলুতুলু

সদস্য

০৫

আছিয়া উদ্দিন

সমাজকর্মী

নতুন শাখাইতি

সদস্য

 

  1. হিসাব নিরীক্ষী ও হিসাব রক্ষন 

 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

আব্দুল গফুর

ইউপি সদস্য

মাগুরা

সভাপতি

০ ২

হাবিবুর

সমাজকর্মী

মাগুরা

সদস্য

০৩

আব্দুল করিম

সমাজকর্মী

মাগুরা

সদস্য

০৪

খোয়াজ আলী

সমাজকর্মী

এরালিয়া

সদস্য

০৫

আছিয়া বেগম

সমাজকর্মী

মাগুরা

সদস্য

 

  1. কর নিরুপন ও কর আদায়

 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

মালদার আলী

ইউপি সদস্য

ঘোলেরগাঁও

সভাপতি

০ ২

গোলাম রববানী

সমাজকর্মী

নোয়াগাঁও

সদস্য

০৩

আপ্তাব মিয়া

সমাজকর্মী

নোয়াগাঁও

সদস্য

০৪

আলমগীর

সমাজকর্মী

ঘোলেরগাঁও

সদস্য

০৫

জ্যোৎস্না বেগম

সমাজকর্মী

নোয়াগাঁও

সদস্য

 

  1. শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

জোছনা বেগম

ইউপি সদস্য

ঘোলেরগাঁও

সভাপতি

০ ২

তরুন পাল

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

০৩

আব্দুল শাহিদ

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

০৪

দিলোয়ার হোসেন

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

০৫

কাছম আলী

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

০৬

রমজান আলী

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

০৭

আবুল কালাম

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

 

  1. সাংস্কৃতি ও খেলা ধুলা

 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

আব্দুর রাজ্জাক

ইউপি সদস্য

চুয়াপুর

সভাপতি

০ ২

আ: শাহিদ

সমাজকর্মী

চুয়াপুর

সদস্য

০৩

শামছুল হক

সমাজকর্মী

চুয়াপুর

সদস্য

০৪

আব্দুল ওয়াদুদ

সমাজকর্মী

চুয়াপুর

সদস্য

০৫

শাহেনা আক্তার

সমাজকর্মী

চুয়াপুর

সদস্য

 

  1. পল্লী অবকাঠামো রক্ষনা বেক্ষন।

 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

আফজ উদ্দিন

ইউপি সদস্য

নতুন শাখাইতি

সভাপতি

০ ২

মাসুক মিয়া

সমাজকর্মী

নতুন শাখাইতি

সদস্য

০৩

জিয়াউর রহমান

সমাজকর্মী

নতুন শাখাইতি

সদস্য

০৪

আশিক মিয়া

সমাজকর্মী

নতুন শাখাইতি

সদস্য

০৫

রাহেলা বেগম

সমাজকর্মী

নতুন শাখাইতি

সদস্য

০৬

আঃ রূপ

সমাজকর্মী

নতুন শাখাইতি

সদস্য

০৭

ইছাক আলী

সমাজকর্মী

নতুন শাখাইতি

সদস্য

 

  1.  আইন শৃংখলা

 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

মোঃ সামছুল হক

চেয়ারম্যান

নতুন শাখাইতি

সভাপতি

০ ২

কমর উদ্দিন

সমাজকর্মী

নতুন শাখাইতি

সদস্য

০৩

আনোয়ার হোসেন

সমাজকর্মী

মাগুরা

সদস্য

০৪

দিলোয়ার হোসেন

সমাজকর্মী

গুলেরগাঁও

সদস্য

০৫

জসীম উদ্দীন

সমাজকর্মী

হুছননগর

সদস্য

 

  1. জন্ম ও মৃত্যু নিবন্ধন ।

 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

শিরিয়া বেগম

ইউপি সদস্য

মাগুরা

সভাপতি

০ ২

জমির উদ্দিন

সমাজকর্মী

মাগুরা

সদস্য

০৩

ফয়জুর রহমান

সমাজকর্মী

হুছননগর

সদস্য

০৪

আবু বক্কর

সমাজকর্মী

চুয়াপুর

সদস্য

০৫

রুশন আলী

সমাজকর্মী

মাগুরা

সদস্য

 

 

  1. স্যানিটেশন পানি সরবরাহ ও পয়নিস্কাশন

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

ফরিদ মিয়া

ইউপি সদস্য

কলাইয়া

সভাপতি

০ ২

আব্দুর রহমান

সমাজকর্মী

চন্ডিটিয়র

সদস্য

০৩

জামাল উদ্দিন

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

০৪

মশাহিদ আলী

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

০৫

শিরিনা বেগম

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

০৬

আব্দুল বারিক

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

০৭

মানিক দাস

সমাজকর্মী

কলাইয়া

সদস্য

  1. সমাজ কল্যান ও দুয়োর্গ ব্যবস্থাপনা 

 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

হাবিবুর রহমান

ইউপি সদস্য

নারাইনপুর

সভাপতি

০ ২

রাজমোহন দাশ

সমাজকর্মী

নারকিলা

সদস্য

০৩

রইছ উদ্দিন

সমাজকর্মী

কাঠইর

সদস্য

০৪

আমির হোসেন

সমাজকর্মী

নারাইনপুর

সদস্য

০৫

আফিয়া খাতুন

সমাজকর্মী

নারাইনপুর

সদস্য

০৬

নূরুল উসলাম

সমাজকর্মী

নারাইনপুর

সদস্য

০৭

আনোয়ার হোসেন

সমাজকর্মী

চন্ডিটিয়র

সদস্য

 

১১. পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ।

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

আজিম আলী

ইউপি সদস্য

জগজীবনপুর

সভাপতি

০ ২

আব্দুল কাইয়ূম

সমাজকর্মী

জগজীবনপুর

সদস্য

০৩

আয়েশা খাতুন

সমাজকর্মী

জগজীবনপুর

সদস্য

০৪

কাইয়ূম আলী

সমাজকর্মী

জগজীবনপুর

সদস্য

০৫

 সোহেল মিয়া

সমাজকর্মী

ব্রাম্মানগাঁও

সদস্য

০৬

আলমগীর

সমাজকর্মী

জগজীবনপুর

সদস্য

০৭

ফরহাদ আহমদ

সমাজকর্মী

জগজীবনপুর

সদস্য

 

১২. পারিবারিক নিরোধ, নারী ও শিশু নির্যাতন। 

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

আব্দুল খালিক

ইউপি সদস্য

উলুতুলু

সভাপতি

০ ২

আবুল কালাম

সমাজকর্মী

উলুতুলু

সদস্য

০৩

মহিবুর রহমান

সমাজকর্মী

উলুতুলু

সদস্য

০৪

রাহেলা বেগম

সমাজকর্মী

উলুতুলু

সদস্য

০৫

গৌছ উদ্দিন

সমাজকর্মী

পুরান শাখাইতি

সদস্য

 

 

 

 

১৩. কৃষি মৎস্য ও পশু পালন

ক্রমিক নং

নাম

পরিচিতি

গ্রাম

কমিটিতে পদবী

০১

আঃ রহমান

ইউপি সদস্য

হুছননগর

সভাপতি

০ ২

রিযাজ উদ্দিন

সমাজকর্মী

হুছননগর

সদস্য

০৩

বাহা উদ্দিন

সমাজকর্মী

হুছননগর

সদস্য

০৪

গোলাম মোস্তফা

সমাজকর্মী

হুছননগর

সদস্য

০৫

মতিয়া বেগম

সমাজকর্মী

হুছননগর

সদস্য

০৬

জসীম উদ্দিন

সমাজকর্মী

হুছননগর

সদস্য

০৭

আঃ আউয়াল

সমাজকর্মী

হুছননগর

সদস্য

 

 

 

ইউনিয়ন পরিকল্পনা কমিটি ২০১৬-২০১৭অর্থ বছর

ক্রমিক

নাম

পরিচিতি

পদবী

মোবাইল

০১

জনাব মো: ফরিদ মিয়া

ইউপি সদস্য

সভাপতি

০১৯৭২৩১৯৫৯৪

০২

জনাব মো: হাবিবুর রহমান

ইউপি সদস্য

সদস্য

০১৭৮৮৯২৭৪৯৭

০৩

জনাব মো: আজিম আলী

ইউপি সদস্য

সদস্য

০১৭৪১১৯৭২২৭

০৪

জনাব মো: মালদার আলী

ইউপি সদস্য

সদস্য

০১৭৩২৪৭৪০১৮

০৫

জনাব মো: আব্দুল খালিক

ইউপি সদস্য

সদস্য

০১৭৩২৮৭৯৮১৪

০৬

জনাব মো: আফাজ উদ্দিন

ইউপি সদস্য

সদস্য

০১৭১৫৯৬১৩১৭

০৭

জনাব মো: আব্দুর রহমান

ইউপি সদস্য

সদস্য

০১৭৭৮৮১১৬২৬

০৮

জনাব মো: আব্দুল গফুর

ইউপি সদস্য

সদস্য

০১৭১২৮৭৭৮৮৬

০৯

জনাব মো: আব্দুর রজ্জাক

ইউপি সদস্য

সদস্য

০১৭৯৫৬৩৪১৬৩

১০

জনাব শিরিয়া বেগম

ইউপি সদস্য

সদস্য

০১৭৩৭৭৫৯৩৯৪

১১

জনাব জোছনা বেগম

ইউপি সদস্য

সদস্য

০১৭০৫৫৮১১৯৪

১২

জনাব রেশেনা বেগম

ইউপি সদস্য

সদস্য

০১৭৩৮৭১৫৯৯০

১৩

সজীবাদশ

পরিবার পরিকল্পনা প্রর্দশক

 

 

১৪

জুয়েল আহমদ

সমাজ কর্মী

 

০১৭১২৬৩০৪৭৪

১৫

জিতেন্দ্র কুমার দাশ

উপ-সহকারী কর্মকর্তা

 

০১৭১৭৫৬৯০৪১

১৬

সুষমা রানী দাশ

এএইচআই

 

 

১৭

বিমল দাশ

এনজিও

 

০১৭১০৩২১৫১৮

১৮

মহিতোষ চৌধুরী

ইউপি  সচিব

 

০১৭৪০৮৯৭৯৯৮

 

 

 

 

 

 

 

কাঠইর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ ও সচিবের পরিচিতি

 

 

 

 

মোঃ শামছুল ইসলাম

চেয়ারম্যান

০১৭১৯৯১৪০৬৬

মহিতোষ চৌধুরী

সচিব

০১৭৪০৮৯৭৯৯৮

 

জোছনা বেগম

১,২,৩ নং ওয়ার্ড সদস্যা

মোবা:০১৭০৫৫৮১১৯৪

রেশেনা বেগম

৪,৫,৬ নং ওয়ার্ড সদস্যা  মোবা: ০১৭৩৮৭১৫৯৯০

শিরিয়া বেগম

৭,৮,৯ নং ওয়ার্ড সদস্যা  মোবা:০১৭৩৭৭৫৯৩৯৪

           

 

মোঃ ফরিদ মিয়া

১নং ওয়ার্ড সদস্য মোব:০১৭১২৩২৮৫৮৯

মোঃ হাবিবুর রহমান

২নং ওয়ার্ড সদস্য মোবা:০১৭৮৮৯২৭৪৯৭

মোঃ আজীম আলী

৩নং ওয়ার্ড সদস্য

মোবা:০১৭৪১১৯৭২২৭

মোঃ মালদার আলী

৪নং ওয়ার্ড সদস্য

মোবা:০১৭২৩২৪৭৪০১৮

 

মো: আব্দুল খালিক

৫নং ওয়ার্ড সদস্য

মোবা:০১৭৩২৮৭৯৮১৪

 মোঃ আফাজ উদ্দিন

৬নং ওয়ার্ড সদস্য

মোবা:০১৭১৫৯৬১৩১৭

 মো: আব্দুর রহমান

৭নং ওয়ার্ড সদস্য

মোবা:০১৭৭৮৮১১৬২৬

 মোঃ আব্দুল গফুর

৮নং ওয়ার্ড সদস্য মোবা:০১৭১২৮৭৭৮৮৬

 মোঃ আব্দুর রজ্জাক

৯নং ওয়ার্ড সদস্য মোবা:০১৭৯৫৬৩৪১৬৩

 

ফটো গ্যালারী